[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধারপাহাড়ের উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই: খাগড়াছড়িতে নাহিদ ইসলামদীঘিনালায় নদীর গর্ভে বিলিন রাস্তা সাঁকো দিয়ে চলাচলখাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধনশিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দেয়ার অন্যতম কারণ ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেটথানচিতে আবাসিক ছাত্রাবাস ভবনের ছাদে ফাটল, ঝুঁকিতে ৭০জন শিক্ষার্থীরাঙ্গামাটির রাজস্থলীতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিতখাগড়াছড়ির রামগড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল৭২এর মুজিববাদী সংবিধানে সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি: নাহিদ ইসলাম
[/vc_column_text][/vc_column][/vc_row]

লংগদুতে স্পিডবোট দুর্ঘটনায় নারী নিহত: আহত ২

১০৪

॥ নিজস্ব প্রতিবেদক ও লংগদু প্রতিনিধি ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলার স্পিডবোট দূর্ঘটনায় জান্নাতুল বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরো দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে লংগদু উপজেলার মধুমাছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত জান্নাতুল বেগম উপজেলার মাইনিমুখ ইউনিয়নের কালু মাঝির টিলা এলাকার মোঃ শাহাব উদ্দিনের স্ত্রী। আহত দুজন হলেন- মোঃ সালমান (৮) ও কবির হোসেন (৬০)।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে উপজেলার মাইনীবাজার থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট করে মধুয়ারচর এলাকার উদ্দেশ্যে রওনা হন। স্পিডবোটটি মধুয়ারচর এলাকায় পৌছলে একটি ইঞ্জিনচালিত বোটের সাথে ধাক্কা লাগে। এতে স্পিডবোটে থাকা যাত্রীরা কাপ্তাই হ্রদে পড়ে যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঐ এলাকার জেলেদের নিয়ে তিনকে আহত অবস্থায় উদ্ধার করে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত্যু ঘোষণা করেন এবং বাকী দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. বেলাল হোসেন জানান, নিহত ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তবুও আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছিলাম। আর আহত দুজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনই মাথায় আঘাত পেয়েছেন।

এবিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।