‘নোয়ারাম চাঙমা সাহিত্য সংসদ’ মঙ্গলবার গুণীজন সংবর্ধনা দিচ্ছে
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় গুণগ্রাহীরা গুণীজনদের সংবর্ধনা দিচ্ছে। ‘নোয়ারাম চাঙমা সাহিত্য সংসদ’ এর উদ্যোগে এ উপলক্ষে নানান আয়োজনেরও ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে চাঙমা ভাষার কবিতা বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।
ত্রিদিব কান্তি দেওয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঙমা রাজা ব্যারিষ্টার দেবশীষ রায়। বিশেষ অতিথি থাকবেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পারিষদ সদস্য শতরূপা চাকমা, পরিষদের নির্বাহী অফিসার টিটন খীসা, খাগড়াছড়ি ক্ষুদ্র ন-ৃগোষ্ঠী সাং¯কৃতিক ইনস্টিটিউট এর পরিচালক জিতেন চাঙমা, আর্ন্তজাতিক মার্তৃভাষা পদক প্রাপ্ত মথুরা বিকাশ ত্রিপুরা, দিঘীনালা উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও শিক্ষানুরাগী নব কমল চাঙমা, কাচালং সরকারি কলেজ এর প্রভাষক কবি লালন কান্তি চাকমা, চাঙমা ভাষা সাংস্কৃতি গোষ্ঠির পরিচালক ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এর চাঙমা ভাষার লেখক আনন্দ মোহন চাঙমা, সভাপতি, হেডম্যান এসোসিয়েশন, দিঘীনালা এর প্রান্তর দেওয়ান, ৪ নং দিঘীনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাঙমা, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, দীঘিনালা কার্বারী এসোসিয়েশন এর সম্পাদক সুসময় চাঙমা প্রমূখ।
কবি ও চিত্রশিল্পী চুণীলাল দেওয়ান (মরণোত্তর) ও চাঙমা ভাষা ও সাহিত্য জন্য মুকুন্দ চাকমাকে সম্মাননা পদক প্রদান করবেন এবং চাঙমা ভাষার কবিতার বই‘র মোড়ক উন্মোচন করবেন চাঙমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়।
মঙ্গলবার দীঘিনালা উপজেলার ৪নং ইউনিয়নস্থ উদালবাগান উচ্চ বিদ্যালয় এ আয়োজিত এ গুণীজন সম্মাননা প্রদান ও চাঙমা ভাষার কবিতা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ‘নোয়ারাম চাঙমা সাহিত্য সংসদ’ এর পরিচালক ইনজেব চাঙমা। তাই গুণীজনদের গুণান্বিত করতে আমন্ত্রণ জানানো হয়েছে।