শুক্রবার লামায় ‘বীর বাহাদুর কানন’ এর উদ্বোধন করবেন পার্বত্যমন্ত্রী
॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
নান্দনিক কারুকাজে নতুন রূপ পেয়েছে লামা পৌরসভাস্থ “বীর বাহাদুর কানন ও তংথমাং রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট। আগামীকাল শুক্রবার (১০ মার্চ) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি ১ দিনের সরকারি সফরে লামায় আসবেন।
এসময় তিনি পৌরসভা কর্তৃক নবনির্মিত বীর বাহাদুর কানন ও তংথমাং রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল স্মৃতি মিলনায়তন ও বঙ্গবন্ধু কর্ণার এর শুভ উদ্বোধন করবেন। পরে মধুঝিরি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় যোগদান সহ পৌরসভার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা ও বাজার ব্যবসায়ীদের মাঝে অগ্নি নির্বাপক যন্ত্র বিতরণ করবেন।
বিকেল ৩টায় লামা পৌরসভার মরহুম আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল স্মৃতি মিলনায়তনে অনলাইন নিউজ পোর্টাল ‘লামার আলো’ কর্তৃক গুণীজন সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন।
বৃহস্পতিবার সকালে লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বীর বাহাদুর কানন ও তংথমাং রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট সহ অন্যসব কারুকাজ লামা উপজেলার পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ হলো।