খাগড়াছড়ির দীঘিনালায় এনজিও লিন এর নারী দিবস উদযাপন
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা॥
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যকে ধারন করে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি আলোচনা সভা পদক ও সনদপত্র বিতরণ ও মঞ্চ নাটক প্রদর্শনী করা হয়েছে। বুধবার (৮মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে লিডারশিপ টু এনশিওর এডিকোয়েট নিউট্রিশান (লিন) এর আয়োজন আয়োজন করে।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মিন্টু, দীঘিনালা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান, এনজিও লিন‘র জেলা ব্যবস্থাপক পঙ্কজময় ত্রিপুরা, লিন‘র জেলা মনিটরিং অফিসার নিউটন চাকমা, এনজিও লিন‘র এর দীঘিনালা উপজেলা কো-অডিনেটর সুনয়ন চাকমা প্রমূখ।
আলোচনা সভা শেষে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে পদক ও সনদপত্র বিতরণ, মঞ্চ নাটক প্রদর্শনী ও র্যালি করা হয়।