কাপ্তাইয়ের রাইখালী পূর্ণবাসন ধর্মরত্ন বৌদ্ধ বিহার শুভ উদ্বোধন
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের “রাইখালী পূর্ণবাসন ধর্মরত্ন বৌদ্ধ বিহার” উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে কারিগর পাড়া এলাকাবাসীর উদ্যোগে ধর্মরত্ন বৌদ্ব বিহার নির্মাণ করা হয়। এতে সঞ্চালনা করেন, কর্ণফুলী লালন্দা জ্ঞানশ্রী শিশু সনদ পরিচালক ক্ষেমানন্দ ভিক্ষুক। এতে সভাপতিত্ব করেন, কারিগর পাড়া বৌদ্ব বিহার অধ্যক্ষ ভদন্ত ওয়াইন্দিতা মহাথের। প্রধান আলোচক ছিলেন, ওয়াগ্গা কুকিমারা লোটাস শিশু সনদ প্রতিষ্ঠতা পরিচালক ভদন্ত ডঃ নাগাসেন মহাথের। প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার।
এসময় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পরিমল তালুকদার, নব প্রতিষ্ঠিত বৌদ্ধ বিহারের প্রধান উদ্যোক্তা ও ভূমিদাতা প্রাঞ্জল তনচংগ্যা, বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা (বাতকস) কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা, ইউপি সদস্য সমীরণ তনচংগ্যা, বাতকস কাপ্তাই অঞ্চল কমিটির সাংগঠনিক সম্পাদক বিশু তনচংগ্যাসহ বিভিন্ন বিহারের পূজনীয় ভিক্ষু সংঘ ও দায়ক -দায়িকাগণ উপস্থিত ছিলেন। এসময় বিহার প্রাঙ্গণে উৎসর্গ, ভিত্তি প্রস্তর স্থাপন, পতাকা উত্তোলন, সংঘদান, অষ্ঠপরিস্কারদানসহ ধর্মীয় আলোচনা ও দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।