পানছড়িতে ছাত্রী ধর্ষণের প্রতিবাদে তিন সংগঠনের বিক্ষোভ
॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে ৮ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ের তিন সংগঠন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, গনতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।
জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার মোঃ সাকিব, জুনি বড়ুয়া ও কাজল বড়ুয়া মিলে ৮ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে তুলে নিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। দুর্বৃত্তদের হুমকির ভয়ে ঘটনাটি প্রকাশ না করায় তা জানা যায়নি। তবে ঘটনাটি একপর্যায়ে জানাজানি হলে এ ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ের তিন সংগঠনের নেতা কর্মীরা।
মঙ্গলবার দুপুরে চেঙ্গী ইউপির মুনিপুর মন্দির গেইট হতে বড়কলক হয়ে পুনরায় মুনিপুর এলাকায় সমাবেশ করেন পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ পানছড়ি উপজেলা শাখা।
গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি উপজেলা সভাপতি এস মঙ্গল চাকমা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটি যুগ্ন সাধারণ সম্পাদক বরুণ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুনিল চাকমা, পার্বত্য চট্রগ্রাম নারী সংঘ পানছড়ি উপজেলা অর্থ সম্পাদক সাবিনা চাকমাসহ প্রমূখ। বিক্ষোভ সমাবেশ সাধারণ সম্পাদক রিপন ত্রিপুরা সঞ্চালনা করেন।
এসময় বক্তারা পার্বত্য চট্রগ্রামসহ সারা বাংলাদেশে ধর্ষণকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, দেশে শোষণ নিপীড়ন, নারী ধর্ষণ, ভূমি বেদখল, অন্যায় ভাবে ধরপাকড়, প্রতিনিয়তই হচ্ছে। নারীদের প্রতিনিয়ত নির্যাতন করা হচ্ছে। নারীরা কোথাও নিরাপদ নয়। এসময় নিরাপত্তার নামে যারা নিয়োজিত তাদের কর্তৃকও মা-বোনরা ধর্ষিত হচ্ছে বক্তারা অভিযোগ করেন। তাই অবিলম্বে ধর্ষকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।