কাপ্তাইয়ে টেকসই ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রযুক্তি প্রর্দশনী
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলায় পাহাড়ি এলাকার ভূমি অবক্ষয় মোকাবেলায় টেকসই ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রযুক্তি প্রর্দশনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৪ অক্টোবর) সকালে ওয়া¹া সাপছড়িতে কাপ্তাই উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই প্রর্দশনী অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্বত্যঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ লুৎফর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা কৃষি অফিসার সামসুল আলম চৌধুরী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মারফুদুল হক সহ কৃষক এবং মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি কর্মকর্তারা।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষি আমাদের চালিকা শক্তি। পাহাড়ের মাটির বৈচিত্র্যতা রয়েছে। এখানে সব ধরনের ফলন ভালো হয়। তাই আমাদেরকে ভূমির ব্যবহার বাড়িয়ে পতিত জমিতে কৃষি চাষ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে হবে।