দীঘিনালায় দূর্গম এলাকার বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরন
॥ মোঃ সোহেল রানা দীঘিনাল ॥
পার্বত্যঞ্চলে শান্তি সম্প্রীতি, চিকিৎসা, শিক্ষা বিস্তারের আত্নমানবতার সেবায় নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম এলাকার পাহাড়ি জনগোষ্ঠির মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের ৪ই বেঙ্গল।
রবিবার (৫মার্চ) সকাল ১০টায় উপজেলার ৪ নং দীঘিনালা ইউনিয়নের দূর্ঘম ডানে বড়াদম এলাকার ডানে বানছড়া দিনমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ বিতরণের উদ্ভোধন করেন দীঘিনালা জোনের পক্ষ থেকে জোনের উপ- অধিনায়ক মেজর নূর নাফিজ ইসলাম, ওএসপি, পিএসসি। বিনামূল্যে ঔষুধ পেয়ে দিনমনি কার্বারী পাড়ার বাসিন্দা দয়াদম চাকমা(৭৫) বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে কোমর ও বুকে ব্যাথায় কষ্ট পাচ্ছি। টাকার অভাবে ঔষুধ কিনতে পারি নাই। সেনাবাহিনীর ডাক্তার দেখিয়ে ঔষুধ নিয়েছি। আমার অনেক উপকার হয়েছে।
ইন্দ্রমনি কার্বারী পাড়ার বাসিন্দা অরবিন্দু চাকমা(৯৪) বলেন, অনেক দিন ধরে বাতের ব্যাথায় কষ্ট পাচ্ছি, এলাকায় আর্মির ডাক্তার আসচ্ছে বলে চিকিৎসা নিতে আসছি। আর্মি ডাক্তারা ভাল চিকিৎসা দেয়। ডানে বানছড়া কার্বারী পাড়ার কার্বারী (গ্রাম প্রধান) সুভাষ চাকমা বলেন, ‘গ্রামের বেশিভাগ মানুষ অসহায় ও দরিদ্র। তারা পরিশ্রম অনুযায়ী সুষম খাবার পায় না। যে কারণে বেশি ভাগ মানুষ পুষ্টিহীনতায় ভুগছে। অভাবের কারণে নিয়োমিত চিকিৎসাও নিতে পারে না। ‘সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প থেকে গ্রামের শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করছে এতে সেনাবাহিনীত প্রতি আমারা অনেক কৃতজ্ঞা প্রকাশ করছি।