বান্দরবানে শিশুদের মাঝে রেশন ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবানে শিশুদের মাঝে খাবার রেশনসহ স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেছে শিশু উন্নয়ন প্রকল্পে কমিনিউটি ডেভেলপমেন্ট কনর্সান(সিডিসি) নামে একটি সংস্থা। বুধবার (১৪ অক্টোবর) সকালে উজানী পাড়ায় সিডিসি’র প্রাঙ্গনে এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় নিবন্ধিত ৩০৮ জন শিশুদের পরিবার মাঝে প্রতি পরিবারকে ১০কেজি চাল,ডাল,তেল আটাসহ বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,পার্বত্য জেলা শিশু উন্নয়নে প্রকল্পে সভাপতি পাকসিম বিং তুং,সমাজ কর্মী লালদতসাং,সমাজ কর্মী বীমা সাতেক সহ প্রকল্পে গণ্যমান্য ব্যক্তি।