[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাঙ্গামাটিতে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টশন

৫৮

॥ মোঃ আরিফুর রহমান ॥

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাঙ্গামাটিতে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই ওরিয়েন্টশন আয়োজন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা। এসময় রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, দৈনিক গিরিদর্পন সম্পাদক ও প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদ, রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাপ্তাহিক পাহাড়ের সময় সম্পাদক ও পার্বত্য সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মিলটন বড়ুয়া সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এসময় সিভিল সার্জন জানান, রাঙ্গামাটিতে মোট ৮১৬৭৬ জন শিশুকে ‘এ’ প্লাস ক্যাপসূল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। তার মধ্যে ৬-১২ বয়সী ৯২৫১জন শিশুকে নীল ক্যাপসূল ও ১২-৫৯ মাস বয়সী ৭২৪২৫ জনকে লাল ক্যাপসূল খাওয়ানো হবে। তিনি আরো জানান, ২০ তারিখ থেকে এ ক্যাম্পেইন শুরু হলেও রাঙ্গামাটির দূর্গম এলাকাগুলোর একজনও যাতে বাদ না পড়ে সে বিষয়টি খেয়াল রেখে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি জানান, ভিটামিন ‘এ’ অপুষ্টিজণিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং মিশু মৃত্যুর ঝুঁকি কমায়। বাংলাদেশে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরে দুইবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন করে থাকে।

সভায় আরো জানানো হয়, রাঙ্গামাটি জেলা সদর হাসপাতালসহ ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রত্যেক ইউনিয়ন সাব-সেন্টার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক এবং অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। পৌর এলাকা সহ ১০উপজেলার ১২৭২ কেন্দ্রে ২৫৪৪জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবকগণ শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবে।