সন্ত্রাসীদের প্রতিহত করতে সবাইকে এগিয়ে আসতে হবে: দীপংকর তালুকদার
॥ শাহ আলম ॥
খাদ্য মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, পাহাড়ে সন্ত্রাসীদের প্রতিহত করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। বর্তমানে পাহাড়ে কোভিড-১৯ এর পরিস্থিতির চেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা ভয়াবহ রূপ ধারণ করেছে।
রবিবার (১১ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গতকাল বান্দরবানে একজনকে ও রবিবার সকালে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় আরো একজনকে গুলি করে হত্যা করে সশস্ত্র সন্ত্রাসীরা। এছাড়াও সন্ত্রাসীদের চাঁদাবাজি,খুন ও গুমে অতিষ্ঠ পাহাড়ের মানুষ। তিনি আরো বলেন, ধর্ষকদের কোন দল বা ধর্ম থাকতে পারে না। এদেরকে ঘৃণা করা উচিত। কিন্তু কোন একটি মহল এটিকে ইস্যু বানিয়ে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে
এসময় রাঙ্গামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবীর-পিপিএম(সেবা), সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শিল্পী রানী রায় প্রমূখ।