[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালা জোনের উদ্যোগে ৩শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

১৩৬

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালা জোনের সার্বিক তত্বাবধানে আলমগীরটিলা আর্মি ক্যাম্পের আওতাধীন ৪নং দীঘিনালা ইউনিয়নের উদাল বাগান উচ্চ বিদ্যালয় মাঠে ৩শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা জোনের ৪ই বেঙ্গল ।

রবিবার (২২ডিসেম্বর) সকাল ১১টায় উদাল বাগান উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকার ভোগীদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল রুমন পারভেজ (পিএসসি), এসময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন হাসনাইন আলভী। পরবর্তীতে জোন অধিনায়ক স্থানীয় কার্বারীদের সাথে উপকার ভোগীদের মাঝে সেবা পৌছে দেয়ার বিষয়ে মতবিনিময় করেন।

শীতবস্ত্র কম্বল পেয়ে বানছড়া এলাকার ফুলরানী চাকমা (৭৫) বলেন, এ বছর বেশি শীত, খুব কষ্ট হচ্ছিল আর্মি আমাকে একটি কম্বল দিয়েছে অনেক ভাল হয়েছে। এখন আর শীতে কষ্ট হবে না। সেনাবাহিনীকে আমি আর্শীবাদ করি। প্রভাত চন্দ্র চাকমা (৮৫) বলেন শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা জানাই।

৪নং দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা বলেন, আর্ত মানবতার সেবায় দীঘিনালা সেনা জোন সবসময় এ-অঞ্চলের সাধারণ মানুষের পাশে ছিলেন। তারই অংশ হিসেবে আজ উদাল বাগান এলাকায় ৩শতাধিক গরীব দুঃস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে। আমরা সেনা জোনের প্রতি কৃতজ্ঞ।