[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির গুইমারা বাজারে সপ্তাহে দুই দিন বসে কলার বৃহৎ হাটবান্দরবানের লামায় স্বামীর সহায়তায় স্ত্রীকে গণধর্ষণরাঙ্গামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের ইফতার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদানবান্দরবানের লামায় জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসনবাঘাইছড়ির মারিশ্যাস্থ বিজিবি জোন অসহায়দের মাঝে টিন বিতরণখাগড়াছড়ির দীঘিনালায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় যুবক আটকরাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংলাপের প্রস্তাবখাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন দায়ে ২ লাখ টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

যেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেখানে কাজ করবো: এনএইচআরসি চেয়ারম্যান

১৪৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, আজকে যেসব অভিযোগ, সমস্যার কথা শুনেছি সব নোট করেছি। যেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেখানে কাজ করবো। অধিকার কেউ কাউকে দেয় না, আদায় করে নিতে হয়। এ জন্য কাজ করতে হবে।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে রাঙ্গামাটি সাংস্কৃতিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্মেলন কক্ষে আয়োজিত গণশুনানিতে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান বলেন, পার্বত্য চট্টগ্রামে অনেক উন্নয়ন হয়েছে, এটা ভাল জায়গা। সরকার এখানে শান্তিপূর্ণ সহঅবস্থান নিশ্চিত করতে কাজ করছে। কমিশন গঠন হওয়ার পর আমরা পার্বত্য চট্টগ্রামকে গুরুত্ব দিয়ে পুরো টিম এখানে ছুটে এসেছি এই এলাকার মানুষের কথা শুনবো বলে। দেশের অন্য কোথাও আমাদের পুরো টিম যায় না। এখানে এসে যত অভিযোগ, যত সমস্যার কথা শুনেছি, সবকিছু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করবো এবং প্রতিকারের জন্য কাজ করা হবে। চেয়ারম্যান আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় পার্বত্য চট্টগ্রামকে আলাদা গুরুত্ব দিয়ে থাকে। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে তিনি বদ্ধপরিকর। পার্বত্য চট্টগ্রামে আজকের এই উন্নয়ন সব তার অবদান।

এদিকে গণশুনীতে অংশ নেওয়া বিভিন্ন পেশাজীবি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিরা চেয়ারম্যানের উদ্দেশ্যে বলেন, পাহাড়ের মানুষ ভাল নেই। এখানে ব্যবসা, চাকরী, এমনকি সরকারি উন্নয়নমূলক কাজ করতে গেলেও চাঁদা দিতে হয়। এখানে হত্যা, খুন, গুমের ঘটনা ঘটে। এখানে ভূমি জটিলতা রয়েছে। তাই এখানে সকল অরাজকতা বন্ধে অবিলম্বে সেনাক্যাম্প পূণ:স্থাপনের দাবি জানান। এছাড়াও পাহাড়ে বসবাসরত একটি গোষ্ঠি চাকরী, কলেজ, বিশ^বিদ্যালয়ের সকল সুবিধা ভোগ করলেও বাঙালী জনগোষ্ঠি সরকারি সুবিধা থেকে বঞ্চিত। এ সমস্যা নিরসনের দাবি জানান তারা।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য মোঃ আমিনুল ইসলাম, কাওসার আহমেদ, নারায়ণ চন্দ্র সরকার, মোঃ সেলিম রেজা, কংজরী চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী এবং পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এ শুনানীতে অংশ নিয়েছেন।