[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়িতে কারিতাস’র জৈব কৃষি চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ

১১৮

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের বিভিন্ন পাড়া পর্যায়ে ৮৫ জন সুবিধাভোগীর মাঝে জৈব কৃষি চাষাবাদ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

গত রবিবার (৮ জানুুয়ারি) থেকে শুরু হওয়া প্রশিক্ষণ বুধবার (১১ জানুুয়ারি) শেষ হয়েছে। উপজেলার বাঞ্চারাম পাড়া, উত্তর ফকিরনালা, উত্তর মরাডলু পাড়া, গোঁদাতলী পর্যায়ে ৮৫ জন সুবিধাভোগীর মাঝে উক্ত প্রশিক্ষণ প্রদান করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমূল্য কমার দাশ, উমা প্রসাদ বড়ুয়া, অঞ্চন কুমার নাথ, জুয়েল মনি পাল। এ সময় পাড়া পর্যায়ে চাইহ্লাপ্রু মারমা ও ক্যয়জাই মারমা সহ সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান ও মাঠ সহায়কবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে বিভিন্ন ধরনের জৈব দ্রবণ প্রস্তুত হাতে কলমে ব্যবহারিকের মাধ্যমে শেখানো হয়। পরবর্তিতে তাদের মাঝে দেশীয় প্রজাতির সবজি বীজ, ভার্মি কম্পোস্ট সহায়তা প্রদান করা হবে। প্রাপ্ত উপকরণ কাজে লাগিয়ে অর্থনৈতিক ভাবে কিভাবে লাভবান হওয়া যায় সে বিষয়েও পরামর্শ দেওয়া হয়। সেই সাথে রাসায়নিক সারের ব্যবহারের পরিবর্তে জৈব সারের ব্যবহারের উপর গুরুত্ব বাড়ানোর পরামর্শ দেন। যাতে জমির প্রান রক্ষা পায় এবং মাটির উর্বরতা শক্তি ধরে রাখা যায়। বক্তারা আরো বলেন, ঋধরৎু বপড়ষড়মু ঃৎধহংরঃরড়হ বাস্তবায়নে কৃষির আধুনিক প্রযুক্তির কোন বিকল্প নেই। কোথাও যেন একটুও জমি অনাবাদি না থাকে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।