[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লুটেরার দল আচমকা গন্ডোগোল আবোল তাবোল দল বাঁধাইয়া হগ্গল হাতাইয়া নিতে গোল পাকাইয়াছে, চিন্তায় আছি….দিন-মাস বছর ধরেই অবৈধ দখলে সংকুচিত কাপ্তাই হ্রদ, মুক্ত করতে হবেদেশে বর্তমানে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে: উপদেষ্টা আলী ইমামমানুষের জীবন-কর্ম জ্ঞান, মৃত্যু, পুনঃর্জন্ম সবকিছুই ন্যাচারাল: পার্বত্য উপদেষ্টাগৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত প্রধান ঘটনাই হলো ‘বুদ্ধপূর্ণিমা’বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুর্বৃত্তের আগুনে এক পরিবার খোলা আকাশের নীচেবান্দরবানের লামায় বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারী যুবকের মৃত্যুখাগড়াছড়ির দীঘিনালায় গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রাবান্দরবানের রুমায় অগ্নিকান্ডে এক জুমিয়া পরিবারের ঘর ভষ্মিভুতরাঙ্গামাটির লংগদুতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
[/vc_column_text][/vc_column][/vc_row]

বিলাইছড়ির ফারুয়ায় যাচ্ছেন ধুতাঙ্গ ভান্তে ড. এফ দীপংকর মহাথের

আপনারা আমার অসংখ্য জন্মের জ্ঞাঁতি, আমিতো আপনাদের দুঃখ মুক্তির পথ প্রদর্শক

১২১

॥ মিলটন বড়ুয়া ॥

পূজনীয় আর্য্য শ্রাবক সাধনানন্দ মহাস্থবীর বনভান্তের অনুসারী দেব মানব পুজ্য অরণ্য বিহারী,শ্মশানচারী, ত্রি-চীবরধারী পাংশুকুলিক ধূতাঙ্গ ভান্তে ড. এফ দীপংকর মাহাথের আগামী ১৩ জানুয়ারী ২০২৩ইং ২৯ মাঘ রোজ শুক্রবার স্ব-শীর্ষমন্ডলী সহ এক ধর্মীয় সফরে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে যাচ্ছেন। তাঁর এ ধর্মীয় সফরকে কেন্দ্র করে ফারুয়া ইউনিয়নের “ফারুয়া আর্য ধুতাঙ্গ বিমুক্তি বিহার” এর সকল দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা এবং সেবক-সেবিকাগণ স্ব-ধর্মপ্রান সহ সকল ধর্মাবলম্বী, সেই সাথে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের একান্ত সহযোগীতা কামনা করেছেন।

এদিকে বিহারের প্রধান দায়ক ও সমন্বয়কারী সমূল্য তঞ্চঙ্গ্যা (হেডম্যান) জানিয়েছেন, ধুতাঙ্গ ভান্তের ধর্মীয় সফরকে সাধুবাদ জানিয়েছেন স্ব-ধর্মপ্রান বৌদ্ধ দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা এবং সেবক-সেবিকাগণ। তাঁর এ সফরকে কেন্দ্র করে ধর্মীয়ভাবগাম্ভির্য্যে সেখানে এক আনন্দের বার্তা বহন করে চলেছেন স্থানীয়রা। ইতিমধ্যেই “ফারুয়া আর্য ধুতাঙ্গ বিমুক্তি বিহার” এর দায়িত্বরত সকলেই নানান প্রস্তুতি গ্রহন করেছেন। দেব মানব পুজ্য ড. এফ দীপংকর মাহাথের সহ তাঁর স্ব-শীর্ষমন্ডলীকে স্বানন্দে গ্রহনের জন্য অধীর আগ্রহে দিন গুনছেন তাঁরা।

বিহার পরিচালনার সভাপতি শ্রী কিনারাম তঞ্চঙ্গ্যা (প্রকাশ গ্রাম্য চিকিৎসক), জানিয়েছেন ধুতাঙ্গ ভান্তের ধর্মীয় সফরকে কেন্দ্র করে এখানকার বৌদ্ধ ধর্মাবলম্বী সহ সকলেই ধর্মীয় সকল প্রস্তুতি নিয়ে রেখেছেন। তাঁর আগমন সকল ধর্মের মানুষের কল্যাণই হবে বলে তিনি উল্লেখ করেন। পূজনীয় ধুতাঙ্গ ভান্তের জন্য ক’বছর ধরেই অধীর আগ্রহে ছিলেন বিলাইছড়ি সহ অন্যান্য উপজেলার বৌদ্ধ ধর্মাবলম্বীগণ। আগামী ১৩ জানুয়ারী ধুতাঙ্গ ভান্তের সফর, সেই অধীর আগ্রহের দিনক্ষণ পূরণ হতে চলেছে। বলে তিনি জানান, মানব সমাজের দুঃখ মুক্তি এবং সুখ শান্তির জন্য ধূতাঙ্গ ভান্তে ড. এফ দীপংকর মাহাথের এঁর ধর্মীয় সফর যথেষ্ট গুরুত্ব বহন করে চলেছে। তিনি আরো জানান, ধূতাঙ্গ ভান্তে ড. এফ দীপংকর মাহাথের এঁর সফরকে কেন্দ্র করে গত ২৭ ডিসেম্বর ভান্তের একনিষ্ট সেবক সাপ্তাহিক পাহাড়ের সময় সম্পাদক-প্রকাশক মিলটন বড়ুয়া ও শিক্ষক সুদর্শন বড়ুয়া এবং প্রধান দায়ক ও সমন্বয়কারী সমূল্য তঞ্চঙ্গ্যা (হেডম্যান) সহ বিহার পরিচালনার প্রধানগন “ফারুয়া আর্য ধুতাঙ্গ বিমুক্তি বিহার” এ সভায়ও মিলিত হন। ধূতাঙ্গ ভান্তে সহ স্ব-শীর্ষমন্ডলীর ধর্মীয় এ সফরকে সাফল্যমন্ডিত করতে সকলের একান্ত সহযোগীতা কামনা করা হয়।

এ ধর্মীয় সফর উপলক্ষে তাঁর সাথে সাক্ষাতে সংক্ষিপ্ত ধর্ম উপদেশে-দেশনায় ধূতাঙ্গ ভান্তে ড. এফ দীপংকর মাহাথের বলেছেন, আপনারা আমার অসংখ্য জন্মের জ্ঞাতি। আমি সকল ধর্মের মানুষের কল্যাণই চাই। যেখানে আমিও আমার নই, সেখানে আমারতো কিছুই নেই। বুদ্ধ এবং বৌদ্ধ সমাজের কল্যাণেই আমার সাধন জীবন এবং মানুষের কল্যাণের জন্যই গমনাগমন। কেননা আমিতো আপনাদের দুঃখ মুক্তির পথ প্রদর্শক।