[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনগুইমারায় ওয়াদুদ ভুইয়ার পক্ষে গণসংযোগ ও বিএনপির ৩১ দফা প্রচারখাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিতখুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতে সিদ্ধান্তে মাটিরাঙ্গায় ক্ষোভখাগড়াছড়ির রামগ‌ড়ে ভোট ফর ধা‌নের শীষ এর ক্যাম্পেইনমাটিরাঙ্গায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির দীঘিনালায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধনছাত্রনেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে দীঘিনালা কলেজ ছাত্রদলের বিক্ষোভমাটিরাঙ্গায় সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
[/vc_column_text][/vc_column][/vc_row]

অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে খেলাধুলায় উৎসাহিত করতে হবে- ক্যশৈহ্লা

৮১

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেছেন, খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে খেলাধুলায় উৎসাহিত করতে হবে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে বান্দরবান জিমনেসিয়াম হলরুমে বান্দরবান ব্যাডমিন্টন এসোসিয়েশন (বিবিএ) এর আয়োজন এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত সময়েও বান্দরবান জেলা থেকে অনেক খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বান্দরবান জেলার প্রতিনিধিত্ব করে দেশের ও বান্দরবানের সুনাম বয়ে এনেছে। জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকাণ্ডে জেলা পরিষদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

এর আগে মহান বিজয় দিবসে শহীদদের স্বরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। খেলায় উন্মুক্ত এবং বিবিএ এই তিনটি বিভাগে মোট ১৬৫ প্রতিযোগিতা অংশগ্রহণ করবে।

এসময় বান্দরবান ব্যাডমিন্টন এসোসিয়েশনে সভাপতি পুলু প্রু সভাপতিত্বে পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ব্যাডমিন্টন এসোসিয়েশন এর সহ-সভাপতি অঞ্জন দাশ,সাধারণ সম্পাদক প্রশান্ত বড়ুয়া সহ খেলোয়াড় ও ক্রীড়ামোদি ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।