[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিতখাগড়াছড়ির রামগড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল৭২এর মুজিববাদী সংবিধানে সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি: নাহিদ ইসলামকাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানানৌবাহিনী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনাচুক্তি বাস্তবায়ন নিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদরাঙ্গামাটি শ্রী শ্রী লোকনাথ যোগাশ্রমের (মন্দির) ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগরাঙ্গামাটির লংগদু উপজেলাস্থ ভাইবোনছড়ায় বৃদ্ধ মজিবুর এর জায়গা দখলের অভিযোগকাপ্তাই বাংলা কলোনি মসজিদের মুয়াজ্জিনের ইন্তেকাল
[/vc_column_text][/vc_column][/vc_row]

নানিয়ারচরে মৎস্যজীবি লীগের সম্মেলন অনুষ্ঠিত

১০৬

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে আওয়ামী মৎস্যজীবি লীগের ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে রাঙ্গামাটি জেলা আওয়ামী মৎস্যজীবি লীগ সভাপতি উদয়ন বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গমাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইলিপন চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, সহ-সভাপতি আনসার আলী, বাবুল কর্মকার, সুজিত তালুকদার (হ্যাডম্যান) ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সাধারণ তপন দাস(রবি)।

সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার পরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং এক মিনিট নিরবতা পালন করেন দলের নেতাকর্মীরা। এসময় বক্তব্য রাখেন দলের বিভিন্ন স্থরের নেতৃবৃন্ধরা।
বক্তব্যে তারা বলেন, বর্তমান সময়ে বিএনপি-জামাত লোকেরা গণসমাবেশ নাম করে বিভিন্ন অরাজকতা সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। নেত্রী শেখ হাসিনার সরকারকে দূর্নাম ছড়িয়ে দিচ্ছে। শান্তি-শৃঙ্খলা দেশকে অশান্তিকে রুপারন্তর করতে তৎপর হয়েচজে। তাদেরকে প্রতিহত করতে আমাদের সকলকে মাঠে থেকে কাজ করতে হতে হবে।

এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকারকে বিজয়ী করার লক্ষ্যে যারা নতুন নেতৃত্বে আসবে তাদেরকে আওয়ামীলীগ এর সাথে সমন্বয় রেখে কাজ করার আহবান জানানো হয়।

প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্যবাসীর প্রতি আন্তরিক বিধায় পাহাড়ের উন্নয়নের জোয়ার বইছে। তার অবদানে আমরা পার্বত্য চট্রগ্রামে দীর্ঘতম নানিয়ারচর চেঙ্গী ব্রিজ পেয়েছি। স্কুল-কলেজ জাতীয়করণ করা হয়েছে। সেই সাথে দু-একটা এলাকা ছাড়া সব এলাকায় বিদ্যুৎ চলে গেছে। আগামীতে পুরো উপজেলা বিদ্যুৎতায়ীত হবে। যেখানে ১০/১৫ বছরেও বিদ্যুৎ যাওয়ার সম্ভাবনা নেই সেখানে সোলারে সিস্টেমের মাধ্যমে প্রত্যেক ঘরে ঘরে আলো জ্বলবে বলে আশ্বাস দেন। তিনি আরো বলেন, পাহাড়ের সব ধরনের অপরাধ কমাতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর সাহসী ভূমিকা প্রশংসনীয়।

২য় অধিবেশনে অতিথিরা সভাপতি পদে খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক পদে দীপেন্টু চাকমার নাম ঘোষণা করেন। এবং দ্রুত সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেন।