[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

পানছড়িতে মানবতার সেবায় ৩বিজিবি: নলকুপ স্থাপন,শীতবস্ত্র ও চিকিৎসা সেবা প্রদান

১২৬

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম পার্বত্যাঞ্চলে অসহায় ও দুস্থদের পাশে ৩ বিজিবি লোগাং কাজ করে যাচ্ছে। গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) সীমান্ত সংলগ্ন সনখোলা পাড়ায় সুপেয় পানির তীব্র সংকটে সেখানে গভীর নলকুপের ব্যবস্থা করে পাম্পের মাধ্যমে পানি উত্তোলনের ব্যবস্থা করলে ১৫০পরিবার বিশুদ্ধ সুপেয় পানি পান ও ব্যবহারের সুবিধা পায়। অপরদিকে সীমান্ত সংলগ্ন দুর্গম পার্বত্যাঞ্চলে অসহায় ও দুর্গতদের প্রায়ই চিকিৎসা সেবা সহ আর্থিক অনুদান ও শীতবস্ত্র বিতরণ করে আসছে ৩বিজিবি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার লাম্বুপাড়ায় এক শতাধিক কম্বল ও দু’শতাধিক অসহায়দের চিকিৎসা সেবা প্রদান করেন, মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ মশিউর রহমান, এএমসি।

সনখলা পাড়ার শতীস চাকমা জানায়, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যারের কাছে পানীয় জলের অভাবের কথা জানালে ৩ বিজিবি লোগাং জোনের মাধ্যমে সাবমারসিবল পাম্প বসিয়ে পানির ব্যবস্থা করেন।

লোগাং জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম, পিএসসি বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে দুর্গম এলাকায় পানীয় জলের ব্যবস্থা, জনকল্যাণমূলক কর্মসূচীর আওতায় অসহায়, হত দরিদ্র ও অসুস্থদের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।