দীঘিনালায় ২ দিনব্যাপী দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় দাতা সংস্থা গ্লোবাল এ্যাফেয়ার্স অব কানাডা’র অর্থায়নে ইউএনডিপি সহযোগিতায় ২দিনব্যাপী দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
রবিবার (২৫ ডিসেম্বর) ইয়াং পাওয়ার ইন সোস্যাল একশন (ইপসা) আয়োজনে বিকেলে উপজেলার দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ডিবেটিং ক্লাব মিলনায়তনে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ( শনিবার) সকাল ১০টায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ তরুন কান্তি চাকমা। এতে ইপসা’র উপজেলা প্রতিনিধি আয়েশা আক্তার সহ কর্মশালার প্রশিক্ষক প্রফেসর মোঃ দুলাল হোসেন ও মোঃ দিদারুল আলম (রাফি) উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপি’র প্রকল্প স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাং হিল ট্রাক্টস (এনআইডি- সিএইচটি) এর ‘শিক্ষা ও দক্ষতার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায়’ ইপসা’র আয়োজনে এতে ইউনিয়ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী প্রতিনিধি, সেচ্ছাসেবী সদস্য, নারী উদ্যোক্তা, গ্রাম প্রধান (কার্বারী), সাংবাদিক সহ ২২জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় যে কোন ধরনের প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে ঝুঁকি কমিয়ে সক্ষমতার মাধ্যমে মানুষের জীবন ও সম্পদ রক্ষা করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও জলবায়ু পরিবর্তন বর্তমান পৃথিবীর জন্য অন্যতম হুমকি তাই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবাইকে এগিয়ে এসে অবদান রাখার বিষয়ে সচেতন করা হয়।