সাজেকে চাঁদের গাড়ি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পর্যটক নিহত
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে চাঁদের গাড়ি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৬) নামে এক পর্যটক নিহত হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে সাজেকের নয়কিলো ৮নং মধ্যপাড়া এলাকায় এ দুঘর্টনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত তানভীরের বাড়ি চট্টগ্রামের খুলশী এলাকায়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুরে সাজেক পর্যটন কেন্দ্র যাওয়ার পথে সাজেকে চাঁদের গাড়ি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক পর্যটক নিহত হয়।