[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
ছাত্রদলের উদ্যোগে ক্রীড়ামোদীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণনারীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবেশান্তি সম্প্রতি ও উন্নয়নে রামগড় ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানবাঘাইছড়ির সাজেক সড়কে ৮ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতদীঘিনালায় পার্টনার ফিন্ড স্কুল কংগ্রেস’র কৃষক সমাবেশনিহত ছাত্র উক্যাচিং মারমার পরিবারের খোঁজ নিলেন তারেক রহমানখাগড়াছড়ির রামগড়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদানবান্দরবানের লামার মিরিঞ্জা কটেজে গলায় ফাঁস দিয়ে পর্যটকের মৃত্যুঋতুপর্ণা’র মায়ের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রানলয়ের অর্থিক সহায়তা প্রদান
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটির নানিয়ারচরে বিরল প্রজাতির গুইসাপ উদ্ধার

১৬৭

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচর থেকে বিরল প্রজাতির এক গুইসাপ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে একটি গুইসাপ নানিয়ারচর বাজার এলাকায় পাহাড়িদের হাতে ধরা পড়ে। গুইসাপটি দেখতে তামাটে লালচে বর্ণের। যার ওজন প্রায় ২ কেজি। এ ধরনের গুইসাপ সচরাচর এই এলাকায় এখন আর দেখা যায় না। সাধারণত এই গুইসাপ গুলো বনে জঙ্গলে দেখা মেলে।

এ খবর ছড়িয়ে পড়লে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা গুইসাপটি উদ্ধারের জন্য লোক পাঠিয়ে গুইসাপটিকে উদ্ধার করে বনে ছেড়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। পরে সেটি একটি বাক্সে বন্দি করে বনবিভাগ কর্মকর্তার হাতে বুঝিয়ে দেওয়া হয়।

উপজেলা চেয়ারম্যান বলেন, প্রাণীর প্রতি মায়ার কারণে আমরা গুইসাপটিকে মারতে না দিয়ে সেটিকে উদ্ধার করে বনে ছেড়ে দেওয়ার উদ্যোগ গ্রহন করেছি। উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার বলেন, গুইসাপ মানুষ এবং পরিবেশবান্ধব একটি প্রাণী। ময়লা নোংরা, বিষাক্ত পোকামাকড় এবং ইঁদুর ও বিষাক্ত সাপ খেয়ে এরা বেঁচে থাকে। এতে মানুষ অনেকটা নিরাপদে বসবাস করতে পারে। গুইসাপ মিঠা এবং লবণ পানিতে বসবাসের উপযোগী একটি উপকূলীয় প্রাণী। তবে এটি বর্তমানে অনেকটা বিলুপ্ত হয়ে গেছে। কারণ হিসেবে তিনি বলেন, না বুঝে এটিকে নির্বিচারে হত্যা করা হয়। আবার গুইসাপ মেরে টাকার লোভে চামড়া বিক্রি করা এবং অনেক সম্প্রদায়ের লোকজন এটির মাংস খাওয়ার ফলেও বিলুপ্ত হয়ে গেছে।

এদিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অর্জুন দেব নাথ বলেন, গুইসাপ পরিবেশবান্ধব ও মানুষের জন্য অনেক উপকারী একটি প্রাণী। একে আমাদের বাঁচিয়ে রাখা দরকার।