[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
পাহাড়ের উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই: খাগড়াছড়িতে নাহিদ ইসলামদীঘিনালায় নদীর গর্ভে বিলিন রাস্তা সাঁকো দিয়ে চলাচলখাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধনশিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দেয়ার অন্যতম কারণ ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেটথানচিতে আবাসিক ছাত্রাবাস ভবনের ছাদে ফাটল, ঝুঁকিতে ৭০জন শিক্ষার্থীরাঙ্গামাটির রাজস্থলীতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিতখাগড়াছড়ির রামগড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল৭২এর মুজিববাদী সংবিধানে সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি: নাহিদ ইসলামকাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
[/vc_column_text][/vc_column][/vc_row]

রোয়াংছড়িতে নোয়াপতং ইউনিয়নের দুর্যোগ মোকাবেলায় কর্মশালা

১১৭

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥

বান্দরবান রোয়াংছড়ি উপজেলায় দুর্যোগ ঝুঁকি নিরূপন ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা চুড়ান্তকরণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়ন পরিষদ এ সভা অনুষ্ঠিত হয়। লিডারশীপ টু এনশিওর সহযোগীতায় এডিকোয়েট নিউট্রিশন (লীন) প্রকল্প সহযোগীতায় ইউরোপিয়ান ইউনিয়ন ইউনাইটেড পারপাস অর্থায়নের নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মারমা এর সভাপতিত্বে রোয়াংছড়ি উপজেলা কো-অর্ডনেটর লীন প্রকল্প (কারিতাস) লাছাথোয়াই চাক পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন লীন প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার রাজীব দাশ গুপ্ত, ইউনাইটেড পারপাসের মনিটরিং অফিসার মোঃ একেএম আরিফুর রহমান, এমআইএস এক্সপার্ট মোঃ মাহমুদ রহমান অপু, জিআইএস (প্রজেক্ট অফিসার) সালাউদ্দিন, ডিজাস্টার এক্সপার্ট মোঃ রফিকুল ইসলাম রোয়াংছড়ি প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাথোয়াইঅং মারমা।

এসময় ইউনাইটেড পারপাস এর ডিজাস্টার এক্সপার্ট রাফিকুজ্জামান প্রেজেন্টেশন মাধ্যমে দুর্যোগ ঝুঁকি নিরুপন ও ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনায় ৪টি গ্রুপ করে দল বদ্ধভাবে সিদ্ধান্ত নিরুপন করা হয়। তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে আজকের এই কর্মশালার মূল লক্ষ্য হলো আমরা আপনাদের ইউনিয়নে এই পর্যন্ত যা করেছি তা উপস্থাপনা করা আপনাদের মতামত নেয়া এবং ইউনিয়ন ভিত্তিক দূর্যোগ মোকাবেলার জন্য একটি সুনির্দষ্ট পরিকল্পনা প্রণয়ন করা যা ইউনিয়নে দূর্যোগ ব্যবস্হাপনা কমিটির মাধ্যমে উপজেলা ও জেলাতে দূর্যোগ পরিকল্পনা অন্তর্ভক্ত হবে এবং ইউনিয়নে পাড়া ভিত্তিক দূর্যোগ মোকাবেলায় অবদান রাখবে। এই ধরনের কর্মশালা প্রকল্পের অন্তর্ভুক্ত তিন পার্বত্য জেলায় মোট ৭৭টি করা হবে। যার মধ্যে বান্দরবানে মোট ১৬টি ইউনিয়ন রয়েছে।

এসময় ইউনিয়ন পরিষদের সদস্য, রেডক্রিসেন্ট কর্মী, শিক্ষক, স্বাস্থ্য কর্মীসহ ইউনিয়নে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দসহ ৩০ জন অংশগ্রহণকারী, ইউনিয়ন কৃষি কর্মকর্তা উবাপ্রু মারমা, ইউপি সচিব মোঃ রুহুল আমিন খন্দকার, লীন প্রকল্পের ফ্যাসিলিটেটর বিপল্প নকরেক, খোকন চাকমা, কাঞ্চমুখি তঞ্চঙ্গ্যা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।