[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

আজকের পত্রিকা বান্দরবান প্রতিনিধি বদরুল মাসুদ আর নেই

৮৬

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

সবাইকে কাদিয়ে পৃথিবীর ছেড়ে চির বিদায় নিলেন আজকের পত্রিকা বান্দরবান প্রতিনিধি বদরুল ইসলাম মাসুদ। মৃত্যুকালে তার বয়স ছিলো ৫০ বছর। শনিবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৯ ঘটিকায় তিনি নিজ বাসায় স্ট্রোক করেন। পরে বান্দরবান সদর হাসপাতালে মৃত ঘোষণা করেন চিকিৎসক ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তান ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে বান্দরবানের কর্মরত সাংবাদিক সমাজের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সুত্রে জানানো হয়, নিজের বাসায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন ।

তার জন্ম ব্রাম্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার কুমার পাড়া গ্রামে। তার পিতার নাম মরহুম মোহাম্মদ উল্লাহ ও মাতার নাম মরহুম বদরুন্নেছা। তিনি ৪ ভাই ও ৩ বোনের মধ্যে ভাইদের মাঝে ছিলেন তৃতীয়।

জানা যায়, দীর্ঘ দিন তিনি পরিবারসহ পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে বসবাস করে আসছিলেন। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে তিনি দৈনিক যুগরবিতে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে তিনি দৈনিক মৈত্রী, দৈনিক সংবাদে কাজ করেছেন। ছিলেন দৈনিক ভোরের কাগজেও। সেখানে দীর্ঘ দিন কাজ করার পর তিনি প্রথম আলোর কন্ট্রিব্রিউটর হিসেবে যোগদান করেন। পরে দৈনিক সমকালে কাজ শুরু করেন। ছিলেন চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক সাঙ্গু ও দৈনিক প্রিয় চট্টগ্রাম’র যুগ্ম সম্পাদক। সর্বশেষ তিনি দৈনিক আজকের পত্রিকায় বান্দরবান জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। একইসাথে তিনি চট্টগ্রাম মেট্রোেপলিটন সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন।

দীর্ঘ ২৫ বছর সাংবাদিকতা পেশায় নিয়োজিত থাকার পাশাপাশি বদরুল ইসলাম মাসুদ অসংখ্য কবিতা ও গদ্য লিখেছেন। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের নিয়ে তার লেখা “পাহাড়ের জীবনচিত্র” নামক একটি গবেষণাধর্মী বই রয়েছে।

সদালাপী, সজ্জন, পরোপকারী, সৎ ও সাহসী এ কলমযোদ্ধার মৃত্যুুতে বান্দরবান সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বন্ধু-বান্ধব, কর্মস্থলের সহকর্মী, শুভকাঙ্খী, আত্মীয়-স্বজন ও বিভিন্ন সাংবাদিক সংগঠন তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

১১ই ডিসেম্বর (রবিবার) বাদ জোহর বান্দরবান কেন্দ্রীয় ঈদ গা মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।