[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স’মিল মালিককে ৬০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবির ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সমন্বয় সভাবাঘাইছড়িতে কৃষকদের মাঝে কৃষি প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়ির দীঘিনালায় ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ সনদ প্রদানরাঙ্গামাটির লংগদু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভারাঙ্গামাটির লংগদুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়িতে দেড় দশক পর সরাসরি ভোটে কলেজ ছাত্রদলের কাউন্সিল সম্পন্নরামগড় ৪৩ বিজিবির উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটকএকটি দল দেশে চাঁদাবাজি দখলদারি নিয়ে ব্যাস্ত আছে, খাগড়াছড়িতে চরমোনাই পীর
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাজস্থলী স্বেচ্ছাসেবক লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা

স্বেচ্ছাসেবকলীগ হবে মডেল, প্রধানমন্ত্রীর হাত কে শক্তিশালী করতে হবে

৪২

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়ন গাইন্দ্যা, ঘিলাছড়ি ও বাঙালহালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়। শনিবার (১০ ডিসেম্বর ) সকালে রাজস্থলী উপজেলা হল রুমে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাজস্থলী উপজেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন, রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি উবাচ মারমা।

উপজেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনি তালুকদার এর সঞ্চালনায় ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জয়নুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের রাজস্থলী উপজেলা শাখার সাধারন সম্পাদক পুচিংমং মারমা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজান, পাইসি মারমা, চেয়ারম্যান আদোমং মারমা, রবার্ট ত্রিপুরা, সহ সভাপতি পুলক বড়ুয়া, পুলক চৌধুরী, শাওয়াল উদ্দিন, বদরুল ইসলাম, করিমুল হক, আনোয়ার হোসেন প্রমুখ।

সম্মেলনে প্রধান অতিথি বলেন, স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন এর মাধ্যমে এমন নেতৃত্ব গড়তে হবে যারা আগামী দিনে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন। এখনও সরকারের উন্নয়ন তহবিলে ৪৬ মিলিয়ন মার্কিন ডলার অর্থ রিজার্ভ রয়েছে, যা পর্যায়ক্রমে দেশের উন্নয়নে ব্যয় হবে। তিনি আরো বলেন, আজকের এই সম্মেলন থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই রাজস্থলীতে স্বেচ্ছাসেবক লীগ কমিটি হবে একটি মডেল। মাদকমুক্ত সমাজ গঠনে যা তৃণমূল পর্যায়ে কাজ করে শেখ হাসিনার হাত কে শক্তিশালী করবে। প্রধান অতিথি শেখ হাসিনার সরকারের ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরেন, করোনা মহামারী মোকাবিলায় বিনামূল্যে টিকা গ্রহণ নিশ্চিতকরণ, বিভিন্ন ভাতা ও ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান, সর্বোপরি ৬৫ বছরের উর্ধ্বে সকল নাগরিকদের পেনশনের আওতায় নিয়ে আসার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে তাই আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। পরে দ্বিতীয় অধিবেশনে উপজেলার তিনটি ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়।