মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেবের সভাপতিত্বে পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে মাটিরাঙ্গা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খন্দকার আশরাফ উদ্দিন, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমত উল্ল্যাহ, প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মানিক মিয়া স্বাগত বক্তব্য দেন। এসময় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সদস্যগণ উপস্থিত ছিলেন।