মাটিরাঙ্গার নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
“সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তৃলা দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী, জয়িতা জয়া ত্রিপুরা, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমত উল্ল্যাহ প্রমুখ বক্তব্য দেন।
এসময় প্রধান অতিথি বলেন, নারীর মর্যাদা, অধিকার ও স্বনির্ভরতা অর্জনে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। তবেই বেগম রোকেয়ার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়িত হবে। একই সময়ে অত্র উপজেলার শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জয়িতা বেলছড়ির মাস্টার পাড়ার জয়া ত্রিপারাকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির পাটোয়ারি, উপজেলা সমবায় কর্মকর্তা আমান উল্লাহ খান, উপজেলা সহকারি প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন।