রাজস্থলীতে মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় জালাল উদ্দিন রিমন (২৮) নামে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (০৫ অক্টোবর) দুপুরে উপজেলার বাজার পাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সোমবার দুপুরের খাবার শেষে উপজেলার বাজার পাড়ায় নিজ বাড়ির শয়ন কক্ষে বিশ্রাম করছিলেন রিমন। এমন সময় হঠাৎ একদল দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ঘটনাস্থলে রিমন গুলিবিদ্ধ হয়। পরে তার স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিমন বাজার পাড়ায় মাছের ব্যবসা করত এবং তিনি ঐ এলাকার মৃত আইনুল হকের ছেলে বলে জানা গেছে।
এদিকে এ ঘটনায় বাজার পাড়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো এলাকা ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
এবিষয়ে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ বর্তমানে থানায় রয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের পর জানা যাবে বলে তিনি জানান।