[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
পাহাড়ের উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই: খাগড়াছড়িতে নাহিদ ইসলামদীঘিনালায় নদীর গর্ভে বিলিন রাস্তা সাঁকো দিয়ে চলাচলখাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধনশিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দেয়ার অন্যতম কারণ ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেটথানচিতে আবাসিক ছাত্রাবাস ভবনের ছাদে ফাটল, ঝুঁকিতে ৭০জন শিক্ষার্থীরাঙ্গামাটির রাজস্থলীতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিতখাগড়াছড়ির রামগড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল৭২এর মুজিববাদী সংবিধানে সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি: নাহিদ ইসলামকাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
[/vc_column_text][/vc_column][/vc_row]

পার্বত্য শান্তি চুক্তি রজত জয়ন্তী উপলক্ষে বিলাইছড়িতে র‌্যালী ও আলোচনা সভা

৩৪

॥ পুষ্প মোহন চাকমা,বিলাইছড়ি ॥

রাঙ্গামাটির বিলাইছড়িতে পার্বত্য চুক্তির ২৫ বর্ষপূর্তি তথা রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে। শুক্রবার (২ডিসেম্বর) উপজেলা সেনা জোন, অবিনশ্বর বত্রিশ কর্তৃক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী ও উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সেনা জোনের উপ-অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, কেংড়াছড়ি ইউপি চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল), ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, বীর মুক্তি যোদ্ধা শাক্য প্রিয় বড়ুয়া ও মোঃ ইসহাক মিয়া প্রমূখ।

এদিকে সম্প্রীতির উন্নয়নে সেনা জোনের উদ্যোগে উপজেলা স্টেডিয়ামে (দীঘলছড়ি) সাধারণ জনগণের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এতে চিকিৎসা সেবা প্রদান করেন, জোনের মেডিকেল অফিসার ডা. ক্যাপ্টেন বিপুল কুমার পাল, উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. মোঃ আরিফুল ইসলাম ও মেডিকেল অফিসার ডা. দেলোয়ার হোসেন।

বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রচেষ্টায় পার্বত্য শান্তি চুক্তির পর পাহাড়ের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে।এ ধারা অব্যাহত রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থকার আহ্বান জানান হয়।