[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

পাহাড়ের প্রাকৃতিক এখন ধ্বংসের মুখে পড়েছে- জেলা পরিষদ সদস্য সিয়ং খুমী

১৫০

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

জেলা পরিষদের সদস্য সিয়ং খুমী বলেছেন, পাহাড়ের প্রাকৃতিক এখন ধ্বংসের মুখে পড়েছে। বনাঞ্চল থেকে গাছ কেটে উজার করাসহ পাথর উত্তোলনের কারণের হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক বৈচিত্র্যময়। সবাইকে সেসব কাজে রুখে দাঁড়ানো জন্য আহব্বান জানান তিনি ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে হোটেল মোটেল কনফারেন্স হলে বনাঞ্চলের প্রতিবেশ পুনরুদ্ধারে কমিটি সভায় প্রধান অতিথি থেকে তিনি এসব কথা বলেন।

এসময় বনাঞ্চলের প্রতিবেশপুনরুদ্ধারে পার্বত্য জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি করার কর্মসূচি গ্রামীণ পাড়াবন সংরক্ষণ সমিতির নির্বাহী কমিটির সদস্যদের জন্য সংগঠন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষন দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন গ্রাম থেকে আসা ৭ জনকে গ্রামীণ পাড়াবন সংরক্ষণ সমিতির কমিটি গঠন করা হয়।

বক্তব্যে বন ও পরিবেশ সংরক্ষণ কমিটির সভাপতি জুম আমলাই বম বলেন, প্রাকৃতিক বাচাতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আশেপাশে গাছ লাগিয়ে বনাঞ্চল তৈরি করতে হবে। আগামীতে বন প্রসারিত না করলে প্রাকৃতিক ধ্বংসে বড় ধরণের রুপ ধারণ করবে। তাই সবাইকে নিজ নিজ এলাকায় গাছ লাগানো আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অরণ্যের ফাউন্ডেশনের প্রজেক্টের কর্মকর্তা কামরুল হাসান সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন ও পরিবেশ সংরক্ষণ কমিটির সভাপতি জুমলিয়ান আমলাই, প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজ্যেতি চাকমাসহ আরণ্যেক ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।