[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা আস্থার সেতুবন্ধনচিকিৎসক-জনবল সংকটে ব্যাহত খাগড়াছড়ির মানিকছড়ি হাসপাতালের স্বাস্থ্যসেবাবান্দরবানের রোয়াংছড়িতে খিয়াং নারীকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি’র অভিযানে সাড়ে ১৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দউন্নয়নের পূর্বশর্ত শান্তি, রাঙ্গামাটির রাজস্থলীতে মতবিনিময় সভায় জেলা প্রশাসকবান্দরবানে জন্মনিবন্ধন-নাগরিকত্ব সনদ, রোহিঙ্গা নয় প্রত্যয়নপত্র তৈরীর দোকান সিলগালাখাগড়াছড়ির রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম সড়ক দুর্ঘটনায় নিহতবান্দরবানে খেয়াং নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশবান্দরবানে নারী ধর্ষণ-হত্যার ঘটনা প্রশাসন ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে বলে দাবিবান্দরবানে থানচিতে খেয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চার সংগঠনের নিন্দা
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটির লংগদুতে ১২লিটার চোলাই মদ সহ আটক ১

৮৮

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলায় অভিযান চালিয়ে ১২লিটার দেশীয় চোলাই মদ সহ মোস্তফা (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে লংগদু থানা পুলিশ। সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ৪নং বগাচতর ইউনিয়নে বৈরাগী বাজারে মাদক কারবারি মোস্তফার দোকানে অভিযান চারিয়ে এই মদ সহ তাকে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, লংগদু থানার এস.আই এনামুল হক, আব্দুল খালেক ও রিটন দে গোপন সংবাদের ভিত্তিতে বাজারের প্রায় শতাধিক লোকজনের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে তাৎক্ষণিক তার দোকান থেকে ১২লিটার দেশীয় চোলাই মদ সহ তাকে গ্রেফতার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত মাদক কারবারির বাড়ি বগাচতর ইউনিয়নের পেটান্যামছড়া ৯নং ওয়ার্ডের কিন্তু বৈরাগী বাজারে তার দোকান রয়েছে, সেখানেই সে দীর্ঘদিন যাবত ব্যবসার পাশাপাশি গোপনে মাদকের ব্যবসা করে আসছে।

লংগদু থানার অফিসার ইনচার্জ ইকবাল উদ্দীন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। তিনি আরো জানান, মাদক তরুণ সমাজকে ধবংসকারী একটি বস্তু। তাই সকলকে মাদক করবারিদের ব্যাপারে বিষয় আরো সচেতন হতে হবে।