নিজের দলের লুটেরা গুষ্ঠি পায়ের তলার মাটিও যে সরাইয়া ফেলিতেছে তাঁর খবরও রাখিতে হইবে
ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে আবারো কারেন্ট হাজির হইয়াছি। কোভিট-১৯ তো কষিয়া চালাইতেছে তয় দুর্বলও হইতেছে। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ন, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ আর অভিযোগ। আমিও শাররীক মানসিক অর্থনৈতিক বেকায়দায়, শক্ত করিয়া কলমও ধরিতে পারিতেছিনা। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। ভাইপো-রে বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কারমতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….
ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর পাবলিকের ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তাই তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের কথা লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ারার দেয়া ব্লেক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। এত সেবা করিতে হইলে জেঠার অবস্থাটা কে দেখিবে। রাইতে জেঠিরে দু চারটি কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি হইয়া পড়ে। পাহাড় পর্বতের খেটে খাওয়া মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের খবর হ¹ল জেঠাগোর নিকট উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। নতুন করিয়া বিশে^র ভাইরাস করোনাতো কারো কথাই শুনিতে চাহে না। খালি ধরে আর মারে। মরিলে নাকি ছুতেও পারে না। মানুষের দেহে থাকা ভাইরাসগুলোর মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত বাদ। যত নষ্টের মূল হইলো করোনা-১৯। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, খালি বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড় নদী নালা দেখিবো। আমি জেঠা যে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি…
আমাগো মানবতাময়ী, দরিদ্র মানুষের বন্ধু, অপরাধীগোর বিরুদ্ধে মহাশক্তিধর, দেশের উন্নয়নের অন্যতম প্রতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্ম দিনের শুভেচ্ছা। বঙ্গবন্ধুর সুযোগ্য মাইয়া এই জেঠির জন্ম হইয়াছে বাংলার মানুষের উন্নয়নের অভিভাবক হইতে। আমাগো এই দেশে শেখ হাসিনার মত আরো বহুত মাইয়া জন্মাক। তাইনের জন্ম দিনে চিন্তিত জোঠা শ্রদ্ধা,সালাম, নমস্কার জানাইতেছে। হেই সাথে তাইনে আরো দীর্ঘ বছর বাঁচিয়া থাক সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা রইলো।
মার্মা জেঠা কহিলো, খাগড়াছড়ির বলপেইয়া আদামে প্রতিবন্ধী নারী ধর্ষণ ঘটনায় পুলিশ ধর্ষকদের আটক করিয়াছে। পুলিশ সুপার জেঠা কহিলেন আসামীরা পরিকল্পনা করিয়াই ঘটনা ঘটাইয়াছে। নারী সমাজতো অপরাধীদের আইনী সহয়তা না দিতে আইনজীবিদের অনুরোধ করিয়াছে। দ্রুত বিচার করিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করিয়াছে। কথা হইলো এই সব বিষাক্ত সাপদের বিষ দাঁত ভাঙ্গিয়া দিতে হইবে, না হইলে বার বারই ধংশন করিবে, চিন্তায় আছি…
জসিম জেঠা কহিলো বাঘাইছড়ির উলুছড়ি গ্রামে তাইনের প্রতিবেশীর স্কুল পড়ুয়া এক মাইয়াকে ধর্ষণের চেষ্টা চালাইয়া বখাট সাগর এখন জেলে। মাইয়ার মা নাজমা আক্তার থানায় মামলা করিলে পুলিশ আসামীরে গ্রেফতার করিয়া হাজতে পাঠাইয়াছে। পাহাড়ের নারী ধর্ষণ ঘটনা লইয়া পরিবেশ পরিস্থিতি ঘোলাটে হইয়া পড়িতেছে। আমাগো আইন আদালত ধর্ষকদের কড়া শাস্তির নিশ্চিত করিতে হইবে, চিন্তায় আছি…
বিপ্লবী ওয়াকার্স পার্টি দেশের নারী সমাজ বিচারহীনতার কারনে ধর্ষকদের সংখ্যা বাড়িতেছে বলিয়া অভিযোগ করিতেছে। পার্বত্য চট্টগ্রামরে সাম্প্রতিক বেশ কটি নারী ধর্ষণ ঘটনার ধামাচাপা দিতে শালিশকারীদের বিরুদ্ধে কঠোর প্রদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানাইয়াছে। কথা হইলো আমাগো বিচারকগন শালিশকারীদের বিরুদ্ধে পরোয়ানা জারি করিয়া তাঁগোরেও জেল হাজতে ভরিয়া দেওনের দরকার। আইন আদালত থাকিতে তাইনেরা কিভাবে বিচার কাজ করিতে পারে, চিন্তায় আছি…
বাঘাইছড়িতে খোদ আনসরা বাহিনীর কার্যালয় দখল করিয়া সাত বছর ধরিয়া ব্যবসা চালাইয়া যাইতেছে। পোস্ট অফিসের বিকাশ লেনদেন ‘নগদ’ এর উদ্যোক্তা জাহাঙ্গীর এই কাম করিয়াছে। স্থানীয় প্রশাসন নোটিশ দিয়া এই কার্যালয় উদ্ধার করিয়াছে। যাউ¹া সাত বছর পরে হইলেও সরকারি এই প্রতিষ্ঠান উশুার হইয়াছে। দখলবাজের বিরুদ্ধে আইনী ব্যবস্থা লওনের দরকার, চিন্তায় আছি…
হারুন জেঠা কহিলো ছাত্র দলের নেতৃবৃন্দরা পার্বত্য চট্টগ্রাম সহ দেশ সংঘঠিত নারী ধর্ষণ ঘটনার কঠোর বিচার দাবি জানাইয়াছে। খাগড়াছড়ির প্রতিবন্ধী নারী ধর্ষণ ঘটনা পার্বত্য এলাকার মানুষকে ভাবাইয়া তুলিয়াছে। সরকার দলের পোলাপাইন দেশের বিভিন্ন স্থানে যেই ভাবে এই হীন কাজে জড়াইয়া পড়িয়াছে দেশের নারী সমাজতো আস্থা হারাইয়া ফেলিতেছে। কথা হইলো এইসব হীন কাজ বন্ধ করিতে নারী সমাজ লইয়া সবাইকেই এক যোগে আগাইতে হইবে, চিন্তায় আছি…
তঞ্চঙ্গ্যা জেঠা কহিলো, আধিপত্যকে কেন্দ্র করিয়া বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় জেএসএস এর এক সমর্থককে অপহরন করিয়াছে প্রতিপক্ষের দল। গেল রবিবার রাইতে উপজেলার নতুন পাড়া হইতে এই কর্মীরে অপহরণ করিয়া নিয়া গেছে বলিয়া পরিবার দাবি করিয়াছে। পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল গুলাইন আধিপথ্য বাকীপথ্য লইয়া টানাটানি করিতে করিতে এখন নিজেগোর পায়ের তলার মাটিও সরাইয়া ফেলিতেছে। একজোট না হইলে অপজোটরাই বাসা বাঁধিয়া বসিবে তখন কি হইবে, চিন্তায় আছি…
সুমন জেঠা কহিলো আমাগো জেলা পরিষদের পক্ষ হইতে বিভিন্ন শেণীতে পড়ুয়া ছাত্র ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধু শিক্ষা উপবৃত্তি প্রদান করিয়াছে। বঙ্গবন্ধর জন্মশত বর্ষ উপলক্ষ্যে পরিষদের এই আয়োজন। যাউ¹া পরিষদের এই আয়োজন আমাগো ছাত্র-ছাত্রীদের উন্নয়নের কাজে আসিবে। তয় জেলায় বহুত দরিদ্র পরিবারের পোলাপাইন সাহার্য পাইলে শিক্ষা জগতে অবদান রাখিতে পারিবে, চিন্তায় আছি…
কবির জেঠা কহিলো কাপ্তাই উপজেলায় কিশোর গ্যাং পার্টির অত্যাচার আর সংখ্যা বাড়িয়া গিয়াছে। চুরি, চামারি, ডাকাতি, অত্যাচার, নির্যাতন নানান অপকর্মের ঘটনায় অতিষ্ট ব্যবসায়ী গোষ্ঠী। এই কিশোর গ্যাং গেল বৃহস্পতিবার রাইতে এক ব্যবসায়ীর কাছ হইতে নগদ ৭গ হাজার টাকা ছিনতাই করিয়া পলায়ন করিয়াছে। তারও আগে এক টেলিকমের দোকান হইতে লুট করিয়াছে অন্তত ৯০ হাজার টাকার সম্পদ। পুলিশের নিকট অভিযোগ জানাইতে জানাইতেও কোন কাজ হইতেছে না। কিশোর গ্যাং এর কোন সদস্যকে হাতেনাতে ধরিতে পারিলেই হাসপাতালাইজড করিবে বলিয়া ব্যবসায়ীরা হুমকী দিয়াছে। কথা হইলো এইসব কিশোর গ্যাং বহুত বড় শয়তানের দল সময় থাকিতে পুলিশ জেঠাগোর ব্যস্থা লওনের দরকার, চিন্তায় আছি…
আমাগো মাত্তাল লেদু জেঠা কহিলো পৌরসভার ইলেকশন লইয়া বহুতের ফিরিকশন দেখা যাইতেছে। তলে বলে নেতারা ফাইট কিরতেছে চেয়ার দখলের জইন্য। এমনিতে পার্বইত্য চট্টগ্রামের কয়েকটি নারী ধর্ষণ ঘটনায় আমামীলীগের নেতাগোর দফারফায় পাহাড়ের বিজ্ঞ জেঠা জেঠিরা ছিঃ ছিঃ করিতেছে। পৌর নয় হ¹ল ইলেকশনেই চেয়ার পাওন মুশকিল হইয়া পড়িবে। মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে। কথা হইলো লুটের আসায় চেয়ার চাইলে জেঠা জেঠিরা শেষ মেষ খাওনের ললিপপ ধরাইয়া দিবে, চিন্তায় আছি…
আমাগো তালুকদার জেঠা কহিলেন, তাইনের নেতা কর্মীগোর উপর হত্যাকান্ড চালাইয়া গেলেও উন্নয়নের ধারা হইতে সরানো যাইবেনা। তাইনে গেল রবিবার বাঘাইছড়িতে সাজেক ইউনিয়ন পরিষদ ভবন উদ্বোধনে এইসব কহিলেন। কিন্তু কথা হইলো সরকারের উন্নয়ন প্রতিষ্ঠানে উন্নয়নের নামে আকাম হইতেছে এইসবের খবর মনে হয় তাইনে রাখিতেছেন না, রাখিলেও ঢাকিয়া চলিতেছেন। কাজ না করিয়াও যে টাকা লইয়া পলায়ন করিয়াছে তাঁগো বিচার কে করিবে। খালি অন্যের বদনামের পিছনে দৌঁরাইলেই হইবে না, নিজের দলের লুটেরা গুষ্ঠি পায়ের তলার মাটিও যে সরাইয়া ফেলিতেছে তাঁর খবরও রাখিতে হইবে, চিন্তায় আছি…
ভাইপো রে পার্বত্য এলাকায় আরো কতো কান্ডকারখানা দেখিতে শুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁদাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….
ইতি-
পা.স.চি.জে.মি.ব.
০৪ অক্টোবর, ২০২০ খ্রিঃ