[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
প্রবারণা উপলক্ষে রোয়াংছড়ি তারাছা ইউনিয়নে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিতপার্বত্য চট্টগ্রামে লাইভলিহুড ডেভেলপমেন্ট একটি গুরুত্বপূর্ণ ইস্যু: উপদেষ্টা সুপ্রদীপখাগড়াছড়ির পানছড়িতে মৎস্যখাতে কোটি টাকার ক্ষতিলংগদুতে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা সভালংগদুতে অবৈধভাবে পাহাড়/টিলা কর্তনের দায়ে দুই ব্যক্তিকে অর্থদন্ডরাজস্থলীর বিমাছড়া পাড়ায় পানির সংকট দূর করলো সেনাবাহিনীদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের থানচিতে নাফাঁখুম পর্যটন স্পটে এক পর্যটক নিখোঁজ

৯৯

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচিতে নাফাঁখুম পর্যটন স্পটে ভ্রমনে গিয়ে রেমাক্রী খালে পারাপার হওয়ার সময় এক পর্যটক খালে ডুবে নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। নিখোঁজ ব্যক্তির কাজী জাকারুল ইসলাম কানন (৩৫) ঢাকায়র উত্তরাস্থ কাজী জহিরুল ইসলামে ছেলে বলে জানা গেছে।

বিজিবি ও পুলিশের সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকা থেকে ভ্রমণে আসেন ১৩ জনের একটি দলকে থানচির স্থানীয় গাইড শ্রাবন ত্রিপুরা থানচি থানা ও বিজিবি নিকট তালিকা জমা দিয়ে রেমাক্রী বাজার পর্যন্ত নিয়ে যায় পর্যটকদের। শনিবার (৩আক্টোবর) সকালে রেমাক্রী বাজারে সকালের নাস্তা শেষে পর্যটন স্পট নাফাঁখুমের উদ্দেশ্যে রওনা হন তাঁরা।

নাফাঁখুম না পৌছার আগেই মাঝপথে সাইগংয়ান নামক স্থানে পৌছলে রেমাক্রী খালে সইগংয়ান এর স্থানে খাল পারাপার করার সময় নৌকা থেকে পড়ে পানিতে ডুবে যায়। এসময় তার সফরসঙ্গীসহ ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তাঁকে উদ্ধার করতে পারেনি। নিখোঁজ হওয়ার স্থান থেকে গাইড শ্রাবন ত্রিপুরা ফিরে এসে স্থানীয় রেমাক্রী বাজার বিজিবি ক্যাম্পের জানালে তৎক্ষনিকভাবে বিজিবি সদস্যরা নিখোঁজ ব্যক্তি উদ্ধারে জন্য ঘটনাস্থল পরিদর্শণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল জানান, প্রশাসন খবর পেয়েছে এবং নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মৃত বা জীবিত উদ্ধার হলে সংশ্লিষ্টদের জানানো হবে বলে তিনি জানান ।