[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
প্রবারণা উপলক্ষে রোয়াংছড়ি তারাছা ইউনিয়নে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিতপার্বত্য চট্টগ্রামে লাইভলিহুড ডেভেলপমেন্ট একটি গুরুত্বপূর্ণ ইস্যু: উপদেষ্টা সুপ্রদীপখাগড়াছড়ির পানছড়িতে মৎস্যখাতে কোটি টাকার ক্ষতিলংগদুতে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা সভালংগদুতে অবৈধভাবে পাহাড়/টিলা কর্তনের দায়ে দুই ব্যক্তিকে অর্থদন্ডরাজস্থলীর বিমাছড়া পাড়ায় পানির সংকট দূর করলো সেনাবাহিনীদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন
[/vc_column_text][/vc_column][/vc_row]

নানিয়ারচরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত দিদার বাঁচতে চায়

৪৭

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

নানিয়ারচরে বুড়িঘাট এলাকার বাসিন্দা মৃত মোঃ সুলতানের পুত্র দিদার খান (৩২) মারাত্মক দূরারোগ্য লিভার সিরোসিস রোগে ভুগছেন। বর্তমানে বুড়িঘাটে নিজ বাড়িতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের জন্য আবেদন করেছেন তাঁর পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, দিদার পেশায় একজন গাড়ি চালক। তিনি দীর্ঘদিন ধরেই ঢাকায় গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। খুব সুন্দর ভাবে চার সদস্যর সংসার চালিয়ে আসছিলেন। কিন্তু হঠাৎ করে একটা ঝটিকা ঝড়ে যেন সেই সংস্যারে নেমে এলো কালো অন্ধকারে ভেঙে পড়েছে পুরো পরিবার। একমাত্র উপার্জনকারী দিদার এখন লিভার সমস্যায় বিছানায় কাতরাচ্ছে। এদিকে চিকিৎসার জন্য সব সম্বল শেষ হয়ে গেছে। আর অন্যদিকে পরিবারের খরচ জোগাতে বিপাকে পড়েছেন তার সহ সহধর্মিণী।

স্থানীয় ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান বলেন, নম্র, ভদ্র ও ভালো ছেলে হিসেবে এলাকায় দিদারের সুনাম রয়েছে। আমার জানা মতে সে কখনো কারো ক্ষতি করেনি, বরং গরীব দুঃখী মানুষের পাশে সে সবসময় ছিল। তার ভালো চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। ইতিমধ্যে তার পরিবারের যা কিছু ছিলো সব ব্যয় করা হয়েছে। এখন অর্থ সংকটে থাকার কারণে চিকিৎসার ব্যয় নির্বাহ করতে পরিবারের হিমশিম খেতে হচ্ছে।

তিনি আরো বলেন, আমরা সাধ্য মতো চেষ্টা করতেছি তার উন্নত চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করার। এমন অবস্থায়, মানবিকতার দৃষ্টিতে এবং আমাদের একজন ভাই (প্রতিবেশী) হিসেবে যে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য করলে তার চিকিৎসা চালিয়ে যেতে পারবে। এবং তাকে উন্নত চিকিৎসার জন্য তাড়াতাড়ি ভারতে নিয়ে যাওয়ার প্রয়োজন বলে মনে করেন।

এদিকে স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা দিদারের চিকিৎসার জন্য সমাজের মানবিক ও বিত্তশালীদের প্রতি সাহায্যের অনুরোধ করেছেন। তারা মনে করেন, সামান্য সহযোগিতায় হয়তো এ যুবকের জীবন বেঁচে যেতে পারে। পরিবারের সাথে যোগাযোগ মোবাইল নাম্বার ০১৮৩৭৮৪১১৫৪