ধর্ষক আমিন দুই দিনের রিমান্ডে, আইনী সহায়তা না দিতে অনুরোধ নারী সমাজের
খাগড়াছড়িতে প্রতিবন্ধী গণধর্ষণ, প্রধানমন্ত্রীকে স্মারকলিপি নারী সমাজের
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলা শহরের বলপাইয়া আদামে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের মামলার প্রধান আসামি মোঃ আমিন ওরফে নুরুল আমিনে (৪০)কে দুই দিনের বিজ্ঞ আদালত। পুলিশ পৃথক দুই মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন জানালে বুধবার (৩০ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জুডিসিয়াল ম্যাজিস্ট্রট সেঁজুতি জান্নাত এর আদালতে দীর্ঘ শুনানীর পর দুই মামলায় এক দিন করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
অপরদিকে গণধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৩০ সেপ্টেম্বর বুধবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম উইমেন্স রিসোর্স নেটওয়াক ও নাগরিক সমাজ। সেই সাথে প্রতিবন্ধী নারীকে অমানবিক গণধর্ষণ ও ডাকাতির মামলার আসামিদের আইনি সহায়তা না দিতে খাগড়াছড়ি বার এসোসিয়েশনকে অনুরোধ জানিয়েছে নারী সমাজ। বৃহস্পতিবার (১লা অক্টোবর) সকালে পার্বত্য চট্টগ্রাম উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের নেতৃবৃন্দ খাগড়াছড়ি জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট আশুতোষ চাকমা ও সাধারণ সম্পাদক আক্তার উদ্দিন মামুনের কাছে লিখিতভাবে এ অনুরোধ জানান।
এসময় পার্বত্য চট্টগ্রাম উইমেন্স রিসোর্স নেটওয়াক ও নাগরিক সমাজ এ সময় নারী নেত্রী লালসা চাকমা, শাপলা ত্রিপুরা, মণিষা চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। লিখিত আবেদনে আসামিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করে বলা হয়, ধর্ষণ মামলার আসামীরা আইনের ফাঁক-ফোঁকর গলে যাতে বের হতে না পারে সে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ জানানো হয়। এছাড়া সিলেটের ঘটনায় আইনজীবিরা যেভাবে বিবাদী পক্ষের লোকদের আইনি সহয়তা না দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেভাবে খাগড়াছড়ির ধর্ষণ মামলার আসামিরা যাতে আইনজীবিদের সহায়তা না পায় সে ব্যবস্তা নিতে আহ্বান করেন।
অপর দিকে খাগড়াছড়ি সদর মডেল থানার ওসি তদন্ত ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ গোলাম আবছার রিমান্ড মঞ্জুরের কথা নিশ্চিত করেছেন। নুরুল আমিনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদক ও চাঁদাবাজিসহ ৭টি মামলা রয়েছে বলেও ওসি উল্লেখ করেন।
ই-পিসি/আর