[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে জাতীয় যুব দিবস পালিত

৭০

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে রাঙ্গামাটির বরকলে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর উদ্যোগে জাতীয় যুব দিবসের ভাবধারা বজায় রেখে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণের মধ্যে র‌্যালী, আত্মকর্মীদের ক্রেস্ট প্রদান, ঋণ প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১লা নভেম্বর) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়াম এ সভা আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা,বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা,বরকল থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) কাজী আরিফ উদ্দিন,আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা ও প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম।এসময় যুব উন্নয়ন অধিদপ্তর সহকারী যুব কর্মকর্তা সুদীপ্ত চাকমা এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা।

প্রধান অতিথি বক্তব্য উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা বলেন,পৃথিবী পরিবর্তনে যুব সমাজ ভূমিকা রয়েছে।যুব সমাজ চাইলে পৃথিবী পরিবর্তন করতে পারে।তাই যুব সমাজকে সচেতন করতে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক তৃণমূল পর্যায়ে আলোচনা সভার মাধ্যমে বার্তা পৌঁছাতে হবে।আর তাদের আত্মনির্ভরশীল করতে নানান উদ্যোগ গ্রহণ করতে হবে। কেননা একজন উদ্যোক্তা একজন লোকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে দিতে পারে।তবে আত্মনির্ভরশীল হতে হলে আগে উদ্যোক্তা হতে হবে।

তিনি আরও বলেন,সারাবিশ্বে বিভিন্ন সমস্যা রয়েছে। তবে এ সমস্যাগুলো মোকাবিলা করে যুবদের এগিয়ে যেতে হবে।আর যুগোপযোগী কাজে দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন প্রশিক্ষণ নেয়া জরুরি।সেইসাথে ক্ষুধামুক্ত,দারিদ্র্যমুক্ত সমাজ গড়তে যুবদের এগিয়ে আসতে হবে।সঠিক চিন্তা, সঠিক পরিকল্পনার মাধ্যমে আর্থিক অবস্থা পরিবর্তনের চিন্তা করতে হবে।

সভাপতি বক্তব্য জুয়েল রানা বলেন,যুবকরা হচ্ছে সমাজের প্রাণশক্তি।আর্থিকভাবে সফলতা আনতে একদিকে নিজেকে দক্ষ করে গড়ে তোলা দরকার অন্যদিকে, নিজেকে সাবলম্বী করতে কঠোর পরিশ্রম করা দরকার রয়েছে।সুতরাং সমাজ এবং নিজেকে পরিবর্তনের জন্য যুবদের নতুন কিছু করে দেখানোর চিন্তা করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,যুব সংগঠনের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভাশেষে যুব দিবস উপলক্ষে ৪জন সফল আত্মকর্মীকে সম্মান স্বারক প্রদান ও বিভিন্ন প্রকল্পের আওতায় ৪৪জন ”যুব” এর মাঝে ১৭লাখ ২৫ হাজার টাকা যুব ঋণ প্রদান করা হয়। এদিকে,মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় ১৫ হাজার করে ২৯জন মহিলাকে ক্ষুদ্র ঋণ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা ও মহিলা বিষয়ক কর্মকর্তা অনুকা খীসা।