বঙ্গবন্ধু ক্রিকেট টুর্ণামেন্টে একতা যুব সংঘ চ্যাম্পিয়ন, আদর্শ যুব সংঘ রানার্স আপ
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে “বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টে মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া ও সামাজিক স্বেচ্ছাসেবী সংঘঠন ‘একতা যুব সংঘ’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
সোমবার (৩১ অক্টোবর) বিকালে রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ‘একতা যুব সংঘ বনাম আদর্শ যুব সংঘ’র মধ্যকার দ ফাইনাল খেলায় টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় একতা যুব সংঘ। নির্ধারিত ১৩ ওভারের খেলা ৬ উইকেট বিনিময়ে তাদের দলীয় সংগ্রহ দাড়ায় ১৪৪ রান। জবাবে আদর্শ যুব সংঘ ১৪৫ টার্গেটে ব্যাটিং করে ৮ উইকেটে হারিয়ে তারা ১১৯ রান করতে সক্ষম হয়। যার ফলে ২৫ রানের জয় পেয়ে একতা যুব সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার জিতে নেন একতা যুব সংঘ’র মোঃ মামুনুর রশিদ (১৩ উইকেট, ১০০রান), সেই সাথে টুর্নামেন্টের সর্বোচ্চ রানের পুরস্কার জিতে নেন ওল্ড ইজ গোল্ড এর মোঃ কামাল হোসেন(১২৩)। তাছাড়া ৩ ওভার বলিং করে ৩ উইকেট নেয়ার পাশাপাশি ব্যক্তিগত ৪৬ রান করেন ফাইনাল খেলায় ম্যাচ সেরার পুরস্কার পান একতা যুব সংঘ’র রিয়াদ।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দীন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মোঃ আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল হোসেন, যোগ্যাছোলা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আবদুল মতিন, যোগ্যাছোলা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নুরুল আফসার শামীম, আদর্শ যুব সংঘ’র সভাপতি ও ইউপি সচিব মোঃ সুমন মিয়া, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, একতা যুব সংঘ’র সভাপতি মোঃ নাছির উদ্দিন, মানিকছড়ি উপজেলা সদর ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ রমজান আলীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফির পাশাপাশি প্রাইজমানি তুলেদেন। এ সময় মানিকছড়ি ফুটবল একাডেমীর পরিচালক মোঃ ইমরান হাসান ইমন’র বিদেশে গমন উপলক্ষে মানিকছড়ি প্রিন্টিং প্রেস’র স্বত্বাধিকারী মোঃ জাকির হোসেন’র পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।