আমাগো বনের সম্পদ ঐ বাদী আসামী হ¹লেই মিলিয়া লুট করিতেছে এই মহা ডাকাইতগোরে চরম শাস্তি দেওনের দরকার
ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে কারেন্ট হাজির হইয়াছি। আমাগো শেখ হাসিনা জেঠিতো ব্যাটা করোনার টুঁটি চাপিয়া ধরিয়াছে। এই বজ্জাতের হাড্ডি গোটা পৃথিবীর জেঠা-জেঠির অস্থিমজ্জাও চুষিয়া খাইতেছে। লাখ লাখ জেঠা-জেঠিগোর জীবন সাঙ্গ করিয়া বন্ধন ছিন্ন করিয়াছে। এইবার নাকি জোট বাধিঁয়াছে ওমিক্রন। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে, কঠোর দমন নাই, নিপীড়ণ, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি আপুত্তি-বিপত্তি। আমি জেঠাও সর্ব বেকায়দায়। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….
ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর জেঠা-জেঠিগোর ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের বয়ান লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। রাইতে জেঠিরে দুই চাইর কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি। পাহাড় পর্বতের মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের বয়ান উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। করোনা-১৯তো কারো কথাই হুনিতে চাহে না। বহু ভাইরাসের মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং এখন হরদম। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড়-নদী-নালা দেখিবো, আমি জেঠা যে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি… যাউ¹া…
ভুঁইয়া জেঠা কহিলো, আমাগো রাঙ্গামাটি জিলার কাপ্তাই উপুজিলায় এক স্কুল শিক্ষার্থীরে ধর্ষণ চেষ্টা চালনের অপরাধে নারী ও শিশু নির্যতন দমন ট্রাইব্যুনাল আসামীরে ১গ বছরের সশ্রম কারাদন্ড লগে আরো তিন লক্ষ টাকা জরিমানা করিয়াছেন। ভিকটিমের পরিবারকে ৯০ দিনের মইধ্যে দন্ডিত অর্থ আদায় করিয়া শিক্ষার্থীর অভিভাবককে প্রদান করিতে জেলা প্রশাসনরে আদেশ করিয়াছেন। গত বিহস্পুতিবার দুপরে এ রায় দিয়াছেন বিজ্ঞ বিচারক এ.ই.এম ইসমাইল হোসেন। মামলার রায় লইয়া ভিকটিমের পুরিবার সন্তুষ্ট বলিয়া কহিলো তাইনের আইনজীবি। যাউ¹া এই রায় আমাগো মা-বোনদের সম্মান রক্ষায় কার্যকর পদক্ষেপই থাকিল। তয় সমাজের হ¹ল স্তরের জেঠা-জেঠিরা আরো বেশী সজাগ থাকিতে হইবে, চিন্তায় আছি…
দহেন জেঠা কহিলো, ভৌগলিক কারনে পাহাড়ের প্রত্যুন্ত অঞ্চলে বিশুদ্ধ পানির ব্যবস্থা করণ মুশকিল হইয়া দেখা দিয়াছে। শুষ্ক মৌসুম আসিলে পানির জইন্য চরম অবস্থা বিরাজ করিতেছে। তয় পাহাড়ের বহুত এলাকায় আমাগো জনস্বাস্থ বিভাগ পানির সংকট দুর করণে সক্ষমতাও দেখাইয়াছে। কথা হইলো যেইখানে বনের গুচ্ছ হেইখানেই পানির উৎস, তয় বন জঙ্গল ধ্বংস করিতে থাকিলেতো পানির উৎস বিলুপ্তই হইবে, চিন্তায় আছি…
আকাশ জেঠা কহিলো, গরু বিক্রির কথা বলিয়া ২০১৬ সালে বান্দবানের সদর হইতে ২৮ কিলোমিটার অদুরে লইয়া যাইয়া তিন গরু ব্যবসায়ীকে দন্ডিত আসামীরা যোগসাজস করিয়া তাগোরে হত্যা করে। এই ঘটনায় মামলা হইলে পরে যৌথবাহিনীর সদস্যরা আভিযান চালাইয়া হত্যাকান্ডে জড়িত ১০জনরে আটক করিয়াছিল। আসামীরা আদালত হইতে জামিন লইয়া পলাতক হইয়া পড়ে। আসামীগো অনুপুস্থিতিতেই বিজ্ঞ আদালত রায় দিয়াছেন।
শান্ত জেঠা কহিলো, বান্দরবনের আলীকদমে খালি মাদক ইয়াবার চালন ধরা পড়িতেই আছে পড়িতেই আছে। গেল বিষুধবার পুলিম জেঠারা গোপন সয়বাদ পাইয়া চিত্তনীপাড়ায়র বাসটার্মিনাল এলাকায় আভিযান চালাইয়া ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার লগে জড়িত আমিন্নারেও আটক করিয়াছে। যা মনে হইতেছে আলীকদমের বহুত এলাকারে ইয়াবার রাজ্য বানাইয়াছে মাদক কারবারীর দল। কথা হইলো জাতি রক্ষায় এইসবরে ভালা করিয়া ছেঁছিতেই হইবে, চিন্তায় আছি…
কবির জেঠা কহিলো, অর্থের অভাবে পড়িয়া কাপ্তাই উপুজিলার কেপিএম এলাকার দিনমজুর মোহাম্মদ আলী ধীরে ধীরে পঙ্গু হইতেছে। তাইনের দুই চেলে তিন মেয়ের জীবনও নষ্ট হইবার পথে। আলী ২০১৯ সালে কাজ করিতে যাইয়া পয়ের উপুর গাছ পড়িলে মহাবিপদে পরে। বহু চিকিৎসা করিয়া সর্বশান্ত হইয়াও তাইনে সুস্থ হইতে পারিতেছে না। এখুন পোলা মাইয়ার জইন্য কাঁদে আর মানুষে কাছে হাত পাতে। কথা হইলো এই ব্যচারার মহা বিপদ ঘটিবার আগে হৃদয়বান জেঠা-জেঠিরা সহযোগীতা করিলে বহু বিপদ কাটিয়া যাইবে, চিন্তায় আছি…
ইসমাইল জেঠা কহিলো, মানবতার কল্যাণে খাগড়াছড়ির পানছড়ি উপুজিলার বিজিবি-৩২’র উদে্যুগে অসহায় জেঠা-জেঠির কল্যাণে মেডিকেল ক্যাম্প বসাইয়া বিনামূল্যে ঔষুধপত্র বিতরণ করিয়াছেন। গেল বুইধবার সকাল হইতে বিকাল পইর্য্যন্ত এই চিকিৎসা ক্যাম্প চলিয়াছে। যাউ¹া আমাগো পাহাড়ের খেটে খাওয়া অভাগারা অন্তত চিকিৎসাটুকু পাইয়াছে। বিজিবি’র হ¹লই কল্যান হইবে।
হোসেন জেঠা কহিলো, খাগড়াছুড়ির মানিকছুড়ি উপুজিলায় দেশের প্রথমবারের মতন শিক্ষাক দিবস পালন করিয়াছে। যথাযথ উৎসাহ উদ্দিপনায় দিবসটি পালন করা হইলেও হেইখানের বহুত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনুষ্ঠানে উপুস্থিত ছিল না। অভিভাবকগন কহিলো শিক্ষকদের হাত ধরেই শিক্ষার বিস্তার তাঁইনেগো দিবসে তাইনেরাই নাই লইয়া হ¹লরেই পিড়া দিয়াছে। যা মনে হইতেছে হেই সমুয় শিক্ষকরা প্রাইভেট পড়া লইয়া ব্যস্ত আছিল, চিন্তায় আছি…
রফিক জেঠা কহিলো বান্দবানের লামার থানা মামলা হইয়াছে ডাকাতির ঘটনায়, পুলিশ তল্লাসী চালাইতে যাইয়া বাহির হইতেছে তক্লক পাচার ঘটনা। মামলা বাদী থানায় আভিযোগ করিয়া গরু বিক্রির টাকা চুরি হইয়াছে। পরে তদন্ত চালাইতে যাইয়া বাহির হইতেছে তক্ষক বিক্রির ঘটনা। এখুন পুলিশের নিকট বাদী আসামী হ¹লই ধরা খাইবার অবস্থা। কথা হইলো আমাগো বনের সম্পদ ঐ বাদী আসামী হ¹লেই মিলিয়া লুট করিতেছে এই মহা ডাকাইতগোরে চরম শাস্তি দেওনের দরকার, চিন্তায় আছি…
আবার আমাগো মাত্তাল লেদু কহিলো আর কত, এইবারতো বিদ্যুতে মারিতেছে। সারা বছরই জেঠা-জেঠিগোরে চুষিয়াই খাইলি। ক্ষেমতার অধিকারী হইয়া রাজনৈতিক লেজুরভিত্তি চালাইয়া শহর নগরের অসহায় জেঠা-জেঠিরে ভালবাসার পল্টি মারিয়া লাগাতারই ছেঁচড়াইতেছে। জন্ম নিবন্ধন লইয়া বহুতে কহিলো যেই অত্যাচারিত হইতেছি তয় মানবকুলে আর জন্ম লওনের দরকার নাই। ঢের ভালা পাখি হইয়া জন্মিলে গোটা পুত্থিবী ঘুরিলেও, পাসপোর্ট, ভিসা, পুরিচয়পুত্র, জন্ম নিবন্ধুনের দরকার হইবে না। এই কামে, হেই কামে বহুতে ফিরিকশন লাগাইয়া দিয়া চুইংগামের মতন লম্বা করিতেছে, আবার নানান কিছিমের আকাম লইয়াও দৌড়াইতেছে। লেদু কহিলো খালি জনগনরে ল্যাং মারনের তালে। ক্ষেমতারে ললিপপ ভাবিয়া লুটপাট-সুবিধা চালাইতে বহুতেরে পাঁটায় তুলিয়া ছেঁচিতেছে। লুটেরার দল আছমকা গন্ডোগোল আর আবোল তাবোল দল বাঁধাইয়া হ¹লই হাতাইয়া নিতে গোল পাকাইতেছে। তয় কি ভালোভাসা, বহুতেতো বাসাবাড়িও দখল করিতেছে। যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে, চিন্তায় আছি…
ভাইপো-রে পার্বত্য এলাকায় আর কতো রকম-বেরকমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ আমি জেঠাও কখন জেলে ঢুকি এই চিন্তা লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….
ইতি-
পা.স.চি.জে.মি.ব.
৩০ অক্টোবর, ২০২২ খ্রিঃ