ব্রেইন টিউমারে আক্রান্ত শিক্ষার্থীর পাশে লক্ষীছড়ির ইউএনও
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির দুর্গম লক্ষীছড়ি উপজেলার দুল্যাতলি সরকারি উচ্চ বিদ্যালয়’র ৯ম শ্রেণীর শিক্ষার্থী রিংকি চাকমা ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। অসহায় ও হত-দরিদ্র পিতা সুদীপ চাকমার দুই কন্যা ও এক পুত্র সন্তানের সংসারে অর্থ সংকটের কারণে আদরের কন্যা সন্তানের উন্নত চিকিৎসা করাতে পারছেন না সুদীপ চাকমা। চিকিৎসাসেবা বঞ্চিত শিক্ষার্থী রিংকি চাকমার অসহায় পরিবারের কথা জানতে পেয়ে অসহায় পরিবারের কাছে ছুটে যান লক্ষীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইশতিয়াক ইমন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলাধীন কুশিনগর বন বিহারে কঠিন চীবরদান অনুষ্ঠানের সার্বিক খোঁজ খবর নিতে গিয়ে দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা’র মুখে ব্রেইন টিউমারে আক্রান্ত রিংকি চাকমার বিনা চিকিৎসায় শয্যাশায়ী থাকার কথা শুনতে পান।
পরে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে কিছুটা পথ মোটরসাইকেলে ও কিছুটা পথ পায়ে হেঁটে লক্ষীছড়ি উপজেলা নির্বাহী মোঃ ইশতিয়াক ইমন ছুটে যান নাভাঙ্গাপাড়া এলাকার ব্রেইন টিউমারে আক্রান্ত স্কুল ছাত্রী রিংকি চাকমার বাড়িতে। সেখানে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং মেধাবী শিক্ষার্থীর চিকিৎসায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রিংকি’র বাবাকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন ইউএনও মোঃ ইশতিয়াক ইমন। এছাড়াও জেলা প্রশাসকের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান তিনি। এ সময় তিনি রিংকি চাকমার চিকিৎসা খরচ যোগাতে সমাজের বিত্তবানসহ সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন।