মাটিরাঙ্গায় ৭১টি ভারতীয় মোবাইল উদ্ধার
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়নের মুন্সি মিয়ার টিলা নামক স্থান থেকে মোবাইলগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, অবৈধ পথে ভারতীয় মোবাইল সীমান্ত পথে বাংলাদেশে আনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খেদাছড়া ব্যাটা: ৪০ বিজিবি,র অধীনস্থ অযোধ্যা বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্রান্ডের মডেলের মালিকবিহীন ৭১টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ ৬৫ হাজার টাকা। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো সীতাকুণ্ড কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
৪০ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল সোহেল আহমেদ বলেন, সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।