কাপ্তাই এলপিসিতে ঘূর্ণিঝড়ের তান্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন ও উৎপাদন ব্যাহত
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি কাপ্তাই লাম্বার প্রসেসিং কমপ্লেক্স (এলপিসি) শাখায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গাছ পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন ও উৎপাদন ব্যাহত হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে কাপ্তাইয়ের এলপিসি শাখার প্রধান ফটকের নিরাপত্তা শাখার ওপর ডালাপালা ও লেকভিউতে গাছ পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ফলে উৎপাদন ব্যাহত হয়। প্রায় ১৮ঘন্টা পর বিদ্যুৎ বিভাগের লোকজন এনে ডালপালা ও গাছ সরিয়ে সোমবার (২৫অক্টোবর) বেলা ১২টায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয় এবং এলপিসি শাখা উৎপাদনে যায়।
লাম্বার প্রসেসিং কমপ্লেক্স (এলপিসি) শাখার উৎপাদন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে আমাদের এলপিসির নিরাপত্তা প্রধান ফটক ও লেকভিউতে গাছ পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যার ফলে উৎপাদন ব্যাহত হয়। প্রায় ১৮ঘণ্টা পর বিদ্যুৎ বিভাগের লোকজন এনে মেরামত করা হয় এবং পুনরায় উৎপাদনে যাওয়া হয়।