কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতি জেটিঘাটের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে জেটিঘাটে পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়।
মৎস্য সমিতির সাধারণ সম্পাদক নবী হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন, মৎস্য ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোঃ শাহাবুদ্দীন সওদাগর। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, হাফেজ মাওলানা আতিকুল রহমান, ইসলামিক স্টাডিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পরিচালক বিরামহীমপুর ইসলামিয়া মাদরাসা নোয়াখালী। বিশেষ অতিথি ছিলেন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, বিএফডিসি শাখা ব্যবস্থাপক মোঃ মাসুদ আলম, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ বেলাল হোসেন। বক্তব্য রাখেন, জেটিঘাটে জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ছিদ্দিক আহমেদ ও অন্যান্য খতীবগণ।
এর পূর্বে হাম, নাত ও ইসলামি গজল প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এসময় সকল মৎস্য সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।