কাজ করছে না হোয়াটসঅ্যাপ
॥ পাহাড়ের সময় ডেস্ক ॥
হঠাৎই দেশজুড়ে বিঘ্নিত হোয়াটসঅ্যাপ পরিষেবা। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে ম্যাসেজিং অ্যাপে সমস্যা দেখা দেয় বলে দাবি ব্যবহারকারীদের। মেসেজ পাঠানো যাচ্ছে না বলে ইউজাররা অভিযোগ করেছে।
তবে কী কারণে এই সমস্যা হচ্ছে সে সম্পর্কে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ মেটার তরফে এখনো কিছু জানানো হয়নি।
এদিন দুপুর ১২টা ৭ মিনিট নাগাদ হোয়াটসঅ্যাপে সমস্যা দেখা যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে সেই অভিযোগ। অনেকেই জানান, হোয়াটস্যাপ গ্রুপে পাঠানো বার্তা ডেলিভার হচ্ছে না। কেউ আবার বলেন, ব্যক্তিগতভাবে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তা সিঙ্গেল টিক থেকে ডবল টিক হচ্ছে না। তবে সার্বিকভাবে যে বার্তা আদান-প্রদানে বড় রকমের সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা তা স্পষ্ট ছিলো।
তবে কেন এমন হচ্ছে, তার কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি মেটার তরফে। যদিও দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে তারা।