মানিকছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) বিকালে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, কৃষি কর্মকর্তা মোঃ হাসিনুর রহমান, মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম, প্রকৌশলী (এলজিইডি) মোঃ মহব্বত আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জবরুদ খান, সমবায় কর্মকর্তা মোঃ আইয়ুবুর রহমান,খাদ্য নিয়ন্ত্রক জুলিয়াস চাকমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাফিজ উদ্দিন, আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ শোয়েব হোসেন, একাডেমিক সুপারভাইজার রেহেনা মোস্তফা, ইউপি চেয়ারম্যান( প্যানেল) মোঃ ইদ্রিস ইসলাম বাচ্চু, মোঃ আবদুর রহিম, মোঃ আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট ইউপি সদস্য ও যুব রেড ক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদ-উজ-জামান’র উপস্থাপনায় অনুষ্টিত সভায় উপজেলা উপজেলা পরিষদে একটি কন্ট্রোল রুমসহ চার ইউনিয়নে মোট ১১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যে কোন প্রাকৃতিক দুর্যোগে উপজেলা কন্ট্রোল রুম সার্বক্ষনিক খোলা রাখাসহ যুব রেড ক্রিসেন্ট, পুলিশ, চিকিৎসকসহ স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা এবং আপদকালীণ সময়ে শুকনো খাবার সরবরাহসহ সকল প্রস্তুতি গ্রহণ করেছেন উপজেলা প্রশাসন।
তাছাড়া অত্র উপজেলায় দুর্যোগের ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সর্তক থাকারও আহবান জানানো হয়। দুর্যোগকালীণ যে কোন প্রয়োজনে কন্ট্রোল রুম নম্বর,০১৮১৪২৩০০৯৯, ০১৫৫০৬০৪৫২৪ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।