[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
প্রবারণা উপলক্ষে রোয়াংছড়ি তারাছা ইউনিয়নে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিতপার্বত্য চট্টগ্রামে লাইভলিহুড ডেভেলপমেন্ট একটি গুরুত্বপূর্ণ ইস্যু: উপদেষ্টা সুপ্রদীপখাগড়াছড়ির পানছড়িতে মৎস্যখাতে কোটি টাকার ক্ষতিলংগদুতে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা সভালংগদুতে অবৈধভাবে পাহাড়/টিলা কর্তনের দায়ে দুই ব্যক্তিকে অর্থদন্ডরাজস্থলীর বিমাছড়া পাড়ায় পানির সংকট দূর করলো সেনাবাহিনীদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন
[/vc_column_text][/vc_column][/vc_row]

রোগীদের সেবারমান বৃদ্বিতে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এ্যাম্বুলেন্স যোগ হলো

৪৪

॥ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সেবারমান বৃদ্বিতে নতুন যোগ হয়েছে এ্যাম্বুলেন্স। এতে করে আরোও দ্রুত জটিল ও সমস্যাযোনিত রোগীদের সেবা দেয়া যাবে। স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে কাপ্তাই স্বাস্থ্য বিভাগকে অগ্রাধিকার ভিত্তিতে এটি দেয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ক্রয়কৃত এ্যাম্বুলেন্স। হাসপাতালের পুরাতন এ্যাম্বুলেন্সটি বিভিন্ন যান্ত্রিক সমস্যাজনিত কারণে রোগী পরিবনহণে সমস্য হত। কাপ্তাই স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী জানান কাপ্তাই উপজেলা ৫টি ইউপিসহ পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলার একাংশ এ এ্যাম্বুলেন্সের সেবা পাবে।

কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক জানান, কাপ্তাই উপজেলার জটিল রোগীদের বেশিরভাগ স্থানান্তর করতে হয় চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রাঙ্গামাটি জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে। ফলে জরুরী রোগী বহনে এ এ্যাম্বুলেন্সটি এলাকার রোগীদের উপকারে আসবে।তিনি এটি রোগীর সঠিক সেবায় ব্যবহারের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আহবান জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, পরিবনহণ সমস্য সমাধান হল। এখন নুন্যতম সরকারি ফি প্রদান করে প্রয়োজনীয় এ্যাম্বুলেন্স গ্রহণ করতে পরবে।
এছাড়া উন্নত মানের এম্বুলেন্স সেবার পাশাপাশি অচিরেই এক্স-রে মেশিন, আল্ট্রাসাউন্ড মেশিনসহ নিত্যনতুন আধুনিক সেবা চালুর কার্যক্রম প্রক্রিয়াধীন।