[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটির বরকলে আইমাছড়ায় স্থাপন হবে কমিউনিটি ক্লিনিক

১২৯

॥ নিরত বরন চাকমা,বরকল ॥

রাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউনিয়নে চিকিৎসা সেবার লক্ষ্যে দূর্গম রামুক্যছড়ি ১৭৪ নং মৌজায় গ্রামবাসীর জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপন করার উদ্যোগ নিয়েছে ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা।

তিনি বলেন,আইমাছড়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে রামুক্যছড়ি মৌজাটি দূর্গম ও জনবিচ্ছিন্ন এলাকা। তাই সেখানে কুদুছড়া এলাকায় কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য সার্বিক সহযোগিতা দেয়া হচ্ছে। দূর্গম এলাকা হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক চিকিৎসার জন্য সেখানে একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র অবশ্যই প্রয়োজন রয়েছে বলে মনে করি। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সার্বিক সহযোগিতা দেয়ার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও অনুরোধ জানানো হয়েছে। সেই সাথে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের লাইন ডাইরেক্ট (প্রধান) বরাবরে কমিউনিটি ক্লিনিকের জন্য আবেদন জমা দেয়ার প্রক্রিয়াও চলছে।

এ ব্যাপারে কুদুছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জ্ঞানময় চাকমা জানান,গত ৩১ জুলাই এলাকার ভৌগোলিক অবস্থা,চিকিৎসা বঞ্চিত ও সুবিধা বঞ্চিত মানুষের মানবেতর জীবনযাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ ফেইসবুকে স্ট্যাটাস লিখে আমি প্রচার করি। আর এ বিষয়টি গণমাধ্যমের সুনজরে আসলে তা প্রকাশ করা হয়। এরপর রাঙ্গামাটির বিভিন্ন গণমাধ্যমও অবগত হয়। পরে আমার সাথে তারা যোগাযোগ করে এবং এলাকার সুবিধা-অসুবিধাগুলো তারা পত্রিকায় ও অনলাইনে প্রকাশ করেন।

তিনি আরও বলেন,এর কয়েক বছর আগে সাবেক ইউপি চেয়ারম্যান অমর কুমার চাকমার সময়কালে এলাকাবাসীর পক্ষ থেকে কমিউনিটি ক্লিনিক স্থাপনের দাবি জানিয়ে রেজুলেশন আকারে আবেদনও জমা দেয়া হয়েছে। কিন্তু তা ফলপ্রসূ হয়নি। যারকারণে সম্প্রতি সময়ে এলাকার সুবিধা বঞ্চিত মানুষের সমস্যা গুলো নিয়ে ফেইসবুকে পোস্ট দিতে বাধ্য হই। তবে সংবাদ প্রকাশের পর রামুক্যছড়ি মৌজায় কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নিয়েছে আইমাছড়া ইউপি চেয়ারম্যান। তার এই উদ্যোগের জন্য এলাকাবাসীর পক্ষ হয়ে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জ্ঞানময়।

ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা বলেন,আইমাছড়া রামুক্যছড়ি মৌজায় ৮টি পাড়া মিলে ৫ সহস্রাধিক লোকজনের বসবাস রয়েছে। আর ২টি বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। তবে সম্প্রতি আইমাছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঔই মৌজায় ১টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। বর্তমানে মোট ৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হয়েছে। দুঃখের বিষয় হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও জাতীয়করণের আওতাভুক্ত হয়নি। তাই প্রান্তিক জনগোষ্ঠী এলাকায় শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতাভুক্ত করার বিষয়টি সরকারের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেছেন ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা।

উল্লেখ্য, গত ৩১ জুলাই ও ৭ আগস্ট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জ্ঞানময় চাকমার ফেইসবুক স্ট্যাটাসের উপর ভিত্তি করে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট ইউপি জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সুনজরে আসে এবং কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগটি গ্রহণ করে।