কাপ্তাই বিএফডিসি মডেল সরকারি প্রাঃবিঃ’য়ে শেখ রাসেল দিবস পালিত
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই বিএফডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন আয়োজনে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৮অক্টোবর) সকালে বিদ্যালয়ে আলোচনা সভা, র্যালী, উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন, কবিতা-আবৃতি প্রতিযোগিতা ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করার মাধ্যমে শেখ রাসেল দিবস পালন করা হয়।
এসময় বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা এ্যানি মারমার সঞ্চালনা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ মিয়া’র সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যানের সহধর্মিনী নুরে নার্গিস লাকি, বিদ্যালয়ের শিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমূখ।
এর আগে দিবসটি পালন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।