নানিয়ারচরে বিশ্ব খাদ্য দিবসে র্যালি ও আলোচনা সভা
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
“কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির নানিয়ারচরে বিশ্ব খাদ্য দিবস-২০২২ পালন করা হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা মাঠ প্রাঙ্গণে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমানের সভাপতিত্বে নিজ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, উপজেলা (ভারপ্রাপ্ত) কৃষি কর্মকর্তা টিপু সুলতান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
এসময় বক্তারা বলেন, সরকারের নিদের্শনা অনুযায়ী এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে সেই লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টায় দেশে খাদ্যশস্য উৎপাদন বাঁড়াতে হবে। পার্বত্য অঞ্চলে বিশেষ করে ধান, আম, কলা, হলুদ, লিচু, আনারস, পেঁয়াড়া, আদা, আলু প্রভৃতি ফসল ও ফল উৎপাদন বৃদ্ধি করতে হবে। উৎপাদিত ফসল ভালো করতে উপজেলা কৃষি অধিদপ্তরের সাথে পরামর্শ করে সার ও মেডিসিন প্রয়োগ করতে বলেন। এতে ফসল ভালো হবে এবং আগামীতে বিশ্বে যে খাদ্য ঘাতির সম্ভাবনা দেখা দিয়েছে তার থেকে উত্তোরণের সুবিধা হবে।