খাগড়াছড়িতে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
আলোচনা সভা এবং র্যালীর মধ্য দিয়ে খাগড়াছড়িতে শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১২ অক্টোবর) সকাল ১১টায় পৌর টাউন হল প্রাঙ্গনে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা শাখার শ্রমিক লীগের আহবায়ক জানু সিকদারের সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক মোঃ নুরুল আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, শ্রমিকলীগ দেশের জন্য অবদান রাখছে বলে দেশ অগ্রগতি হচ্ছে। তাই শ্রমিকলীগকে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিবেদীত হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, পাজেপ সদস্য ও বিজ্ঞান ও প্রযুক্তি খোকনেশ্বর ত্রিপুরা, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ কামাল পাটোয়ারী, সদস্য শামীম চৌধুরী, যুবলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক কে. এম ইসমাইল হোসেন, কৃষক লীগের সভাপতি পিন্টু ভট্টাচার্য্য, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ প্রতিনিধি নরোত্তম বৈষ্ণব, মহিলা লীগের সভাপতি বিউটি রানী ত্রিপুরা, সহ-সভাপতি অঞ্জলি ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিলকিস বেগম, সাংগঠনিক সম্পাদক বিউটি চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরাসহ দলীয় অন্যান্য নেতাকর্মী।
আলোচনা সভার আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় প্রাঙ্গন থেকে একটি বিশাল বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে খাগড়াছড়ি পৌর টাউনহল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এরপরে সেখানে দলীয় নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।