জুরাছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন
॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির জুরাছড়িতে সুবলং শাখা বনবিহারে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়েছে। শনিবার (৮ অক্টোবর) সকালে বালুখালী মুখ গ্রামের সদ্বর্মপ্রাণ দায়ক- দায়িকাগণের আয়োজনে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে মহতী পূণ্যানুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, হাজার বাতি দান সহ নানাবিধ দানানুষ্ঠান সম্পাদন করা হয়।
জুরাছড়ি সুবলং শাখা বনবিহারে প্রবারণা অনুষ্ঠানে উপস্থিত পূণ্যার্থীদে পক্ষ থেকে ধর্মীয় গুরুদের কাছে ক্ষমা প্রার্থনা পাঠ করেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রচারক চাকমা। এতে ধর্মীয় গুরুদের পক্ষে ধর্মীয় দেশনা প্রদান করেন আর্যনন্দ মহাস্থবির। উপস্থিত ছিলেন বিহার অধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধশ্রী মহাস্থবির।
প্রবারণা অনুষ্ঠানের উৎসব শেষে শুরু হয় বৌদ্ধধর্মালম্ভীদের মহামিলনমেলা প্রধান ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দানোৎসব।
বক্তারা বলেন আগামী ১৬,১৭,১৮ নভেম্বর ২০২২ বাংলাদেশের সর্ববৃহৎ সিংহ শয্যা বুদ্ধমূর্তি শুভ উদ্বোধন করা হবে সে উপলক্ষে আন্তর্জাতিক মানসম্পন্ন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ধর্মবর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত।