বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের নির্দেশে
কাপ্তাই খামার হতে ৭টি কালিম পাখি উদ্ধার
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাই বিউবো প্রজেক্ট এলাকায় গোপন সংবাদে ভিত্তিত্বে ৭টি কালিম পাখি উদ্বার করেছে বন বিভাগ। শুক্রবার (৭অক্টোবর) বিকালে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের নির্দেশক্রমে বন বিভাগ খামারির বাসা হতে পাখিগুলো উদ্বার করে।
সহকারী বনসংরক্ষক মোঃ দেলোয়ার হোসেন (কর্ণফুলী সদর), জেটিঘাট স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন ও কাপ্তাই পাল্পউড বন বিভাগের বনকর্মী মোঃ হাসান অভিযান পরিচালনা করে। হাসান জানান ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন ইন্সপেক্টর অসিম মল্লিক ও আব্দুল আল সাদিক মুঠোফোনে পাখি লালন-পালনের বিষয়টি তাকে জানানো হয়।
পরে কর্ণফুলী রেঞ্জের সহযোগিতায় আমরা ৩টি কালিম পাখি ও ৪টি ছানা উদ্বার করি। পাখি লালন-পালন করি জানান আমি জানতামনা এ পাখি পালা ও ধরা আইনগত অপরাধ। তাহলে আর পালন করতামনা বলে মুছলেকা দেয় বন বিভাগের নিকট। উদ্বারকৃত পাখিগুলো বিকালে শাড়ে তিনটায় রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুম কবিরের নিকট হস্তান্তর করা হয়।